Advertisement
১৮ এপ্রিল ২০২৪
IPL 2020

পঞ্জাবের পাহাড়প্রমাণ ২০৬ রান, সাত উইকেট হারিয়ে বিপাকে ব্যাঙ্গালোর

কিংস ইলেভেন পঞ্জাব-ব্যাঙ্গালোর ম্যাচ নতুন পিচে খেলা হচ্ছে। কোহালি নতুন এই পিচের সুবিধাই নিতে চাইছেন।

কোহালিকে ফেরালেন কটরেল। ছবি: সোশ্যাল মিডিয়া

কোহালিকে ফেরালেন কটরেল। ছবি: সোশ্যাল মিডিয়া

সংবাদ সংস্থা
দুবাই শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩১
Share: Save:

বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দুমড়ে মুচড়ে দিয়ে হারাল কিংস ইলেভেন পঞ্জাব। অসাধারণ ব্যাটিং করলেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। এ বারের আইপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকালেন তিনি। ৬৯ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেললেন। বিরাট কোহালি, এবি ডিভিলিয়ার্স, ্অ্যারন ফিঞ্চ সমৃদ্ধ ব্যাঙ্গালোর শিবির রাহুলের রানই টপকাতে পারল না। ১৭ ওভারে ১০৯ রানে শেষ হয়ে গেল ব্যাঙ্গালোর। ৯৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নিল রাহুলের দল।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুপার ওভারে হারতে হয়েছিল পঞ্জাবকে। ট্র্যাজিক নায়ক হয়ে গিয়েছিলেন ময়ঙ্ক আগরওয়াল। বৃহস্পতিবার পঞ্জাব অধিনায়ক জ্বলে উঠলেন। টস জিতে বিরাট কোহালি প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পঞ্জাবকে। শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থাকলেন রাহুল। পঞ্জাবকে একাই নিয়ে গেলেন ২০৬ রানে। ঝকঝকে ইনিংস খেলার পথে রাহুল অবশ্য দু বার জীবন ফিরে পান। বিশ্বের অন্যত

বিরাট কোহালি তাঁর ক্যাচ দু’বার ফেলেন। একবার ৮৩ রানে, আর এক বার ৮৯ রানে। তার সুযোগ নিলেন তিনি। পঞ্জাবের ইনিংস শেষ হল তিন উইকেটে ২০৬ রানে।

২০৭ রান তাড়া করতে নেমে প্রথমেই অঘটন। প্রথম ওভারেই কটরেলের বলে ফিরতে হল দেবদূত পাদিকালকে (১)। সবাইকে অবাক করে দিয়ে তিন নম্বরে নামলেন না অধিনায়ক কোহালি। আগের ম্যাচের মতো এই ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠছেন মহম্মদ শামি। তাঁর প্রথম ওভারেই ফিরতে হল জশ ফিলিপকে। রানের খাতা খোলার সুযোগ তিনি পেলেন না। চার নম্বরে ব্যাট করতে নামলেন কোহালি। যদিও এক রানের বেশি করতে পারলেন না তিনি। ফিরলেন ফিঞ্চ (২০) এবং ডি'ভিলিয়ার্স (২৮)। মুখ থুবড়ে পড়ল ব্যাঙ্গালোরের ব্যাটিং। শামি-কটরেলের সঙ্গে বিষ ছড়াতে শুরু করেছেন রবি বিষ্ণোইরাও। ১৪ ওভার শেষে ব্যঙ্গালোর সাত উইকেট হারিয়ে ৯০ রান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহালি। কিংস ইলেভেন পঞ্জাব-ব্যাঙ্গালোর ম্যাচ নতুন পিচে খেলা হচ্ছে। কোহালি নতুন এই পিচের সুবিধাই নিতে চেয়েছিলেন। সেই কারণে আগে ব্যাট করতে পাঠান লোকেশ রাহুলের দলকে। নিকোলাস পুরানকে (১৭) আউট করেন শিবম দুবে। গ্লেন ম্যাক্সওয়েল আউট হন ৫ রানে। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা ময়ঙ্ক আগরওয়ালকে (২৬) গুগলিতে ফেরান চহাল। এ দিকে ভারতীয়দের মধ্যে লোকেশ রাহুল দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ২ হাজার রান সম্পূর্ণ করলেন। আট বছর আগের আইপিএলে কিংবদন্তি সচিন তেন্ডুলকর দ্রুততম দু'হাজার রান করেছিলেন। এ দিন তা ভেঙে দিলেন রাহুল। দু'হাজার রানে পৌঁছতে সচিন নিয়েছিলেন ৬৩ ইনিংস। কিন্তু রাহুল মাত্র ৬০ ইনিংস খেলেই নতুন নজির গড়েন।স্টেনের বলে রাহুলের ক্যাচ ফেলেন কোহালি। তখন রাহুল ৮৩ রানে ব্যাট করছিলেন। তাঁর ক্যাচ আরও একবার ফেলেন কোহালি। রাহুল তখন ৮৯ রানে।

pic.twitter.com/9lvByyYlqX

প্রথম ম্যাচে সানরাইজার্স হাযদরাবাদের বিরুদ্ধে জিতে আইপিএল অভিযান শুরু করেছে ব্যাঙ্গোলার। পঞ্জাবের প্রথম ম্যাচে ক্রিস গেলকে দেখা যায়নি। এ দিনও তাঁকে ছাড়াই নেমেছে পঞ্জাব। রাহুল জানালেন সঠিক সময়েই খেলতে দেখা যাবে গেলকে। পঞ্জাবের প্রথম একাদশে নেই ক্রিস জর্ডন এবং গৌতম। দলে ঢুকেছেন মুরুগান অশ্বিন এবং জিমি নিশাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE