Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ঋদ্ধিমানকে সেরা কিপার বাছলেন মুডি

মাত্র চারজন বাংলার ক্রিকেটার এ বার আইপিএলে খেলার সুযোগ পাবেন। ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, মহম্মদ শামি ও প্রয়াস রায়বর্মণ। চারজনের মধ্যে দু’জন রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে।

প্রতিজ্ঞ: ঘরের মাঠে প্রথম ম্যাচ। শনিবার বিকেলে ইডেনে অনুশীলনের ফাঁকে ঋদ্ধিমান। ছবি: সুদীপ্ত ভৌমিক

প্রতিজ্ঞ: ঘরের মাঠে প্রথম ম্যাচ। শনিবার বিকেলে ইডেনে অনুশীলনের ফাঁকে ঋদ্ধিমান। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০২:৫৬
Share: Save:

মাত্র চারজন বাংলার ক্রিকেটার এ বার আইপিএলে খেলার সুযোগ পাবেন। ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, মহম্মদ শামি ও প্রয়াস রায়বর্মণ। চারজনের মধ্যে দু’জন রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। একজন আরসিবি একজন কিংস ইলেভেন পঞ্জাব। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলানো হয়নি প্রয়াসকে। রবিবার ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে শ্রীবৎসকে খেলানো না হলেও খেলতে পারেন ঋদ্ধি। কারণ, সানরাইজার্স কোচ টম মুডি জানিয়ে দিলেন, গ্লাভস হাতে ঋদ্ধির তুলনা হয় না।

শনিবার যদিও উইকেটকিপিং‌ করতে দেখা যায়নি ঋদ্ধিকে। তবুও সানরাইজার্স কোচ মুডি বলে দিলেন, ‘‘উইকেটকিপিংয়ে আমাদের কাছে তিনটি বিকল্প রয়েছে। কিন্তু গ্লাভস হাতে ঋদ্ধির কোনও তুলনা হয় না। ও যে সুস্থ হয়ে ফিরেছে সেটাই বড় প্রাপ্তি। গত বার চোট পাওয়ার পরে ওর মানসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। প্রত্যেক মুহূর্তে লড়াই করার জন্য মুখিয়ে থাকে।’’ কিন্তু দলে জনি বেয়ারস্টো থাকায় ঋদ্ধিকে খেলানো হবে কি না, তা পরিষ্কার নয়। এ দিন এক বারও কিপিং করতে দেখা যায়নি ঋদ্ধিকে। বেয়ারস্টো কিন্তু কিপিং করেছেন। মুডি বলে রাখলেন, ‘‘রাজস্থান রয়্যালস যেমন জস বাটলারের মতো একজন বিধ্বংসী ব্যাটসম্যান পেয়েছে, আমাদের দলেও এমনই একজন ক্রিকেটারের প্রয়োজন ছিল। তাই বেয়ারস্টোকে নেওয়া হয়েছে। ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে উইকেটকিপিংও খারাপ করে না।’’

এ দিন অনুশীলনে আসেননি ডেভিড ওয়ার্নার। কিন্তু রবিবারের ম্যাচের জন্য তাঁকে নিয়ে কোনও সংশয় নেই, জানিয়ে দিলেন সানরাইজার্স কোচ। মুডি বললেন, ‘‘ওয়ার্নার অবশ্যই থাকছে। নতুন ইনিংস শুরু করার জন্য ওর যেন তর সইছে না।’’

ওয়ার্নারকে পাওয়া গেলেও অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে কাঁধে চোট পেয়েছিলেন। শুক্রবার রাতে দলের সঙ্গে যোগ দেওয়ার পরে এ দিন নেটে ব্যাট করেননি। শুধু নকিং করে চলে গেলেন। উইলিয়ামসন খেলতে না পারলে সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার দলকে নেতৃত্ব দেবেন। মুডির কথায়, ‘‘রবিবার সকালে কেনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচ থেকে ও খেলবেই। ওয়ার্নার ফিরলেও এ বারের অধিনায়ক হিসেবে কেনকেই ভাবা হয়েছে।’’

নাইট শিবিরে আরও উদ্বেগের কারণ, সানরাইজার্স দলে প্রাক্তন নাইটদের সংখ্যা। শাকিব আল হাসান, মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান নাইটদের হয়ে খেলে গিয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ইউসুফ আবার মুথাইয়া মুরলীধরনের থেকে বোলিংয়ের বিশেষ পাঠ নিয়েছেন। ইউসুফ বলছিলেন, ‘‘প্রত্যেক বারই মুরলীর থেকে কিছু না কিছু শিখি। বল করার সময় আমার হাত কোথা দিয়ে আসছে। পা কোন জায়গায় রয়েছে, এই নিয়ে পরামর্শ দেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tom Moody Wriddhiman Saha IPL IPL2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE