Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Football

ইস্টবেঙ্গলে আসতে পারেন মজিদের দেশের উমিদ

উমিদ সম্পর্কে শোনা যায়, লেফট উইঙ্গার হলেও একাধিক পজিশনে খেলতে পারেন তিনি। শারীরিক দিক থেকেও শক্তিশালী।

মজিদের পুরনো ক্লাবে দেখা যেতে পারে উমিদকে।

মজিদের পুরনো ক্লাবে দেখা যেতে পারে উমিদকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২০ ১২:৪৮
Share: Save:

বছর চল্লিশ আগে মজিদ বাসকর খেলে গিয়েছিলেন ইস্টবেঙ্গলে। সব ঠিকঠাক থাকলে এ বার তাঁর দেশের আরও এক ফুটবলারকে খেলতে দেখা যেতে পারে লাল-হলুদ জার্সিতে। তিনি উমিদ সিংহ।

সূত্রের খবর, ভারতীয় বংশোদ্ভূত এই লেফট উইঙ্গারকে দলে পেতে উৎসাহ দেখিয়েছে ইস্টবেঙ্গল। উমিদও ভারতের ক্লাবে খেলতে আগ্রহী বলেই জানা গিয়েছে।

গত কয়েক মাসে উমিদ খবর হয়েছেন সংবাদমাধ্যমে। ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় এ দেশের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। এ বার ভারতের বিখ্যাত ক্লাবের হয়ে হয়তো দেখা যাবে উমিদকে। ইরানের এস্তেঘলাল, নাসাজি, মাসজিদ সোলেইমান ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানের সংখ্যালঘুদের পাশে থাকুন, যুবি-ভাজ্জিকে আবেদন কানেরিয়ার​

উমিদ সম্পর্কে শোনা যায়, লেফট উইঙ্গার হলেও একাধিক পজিশনে খেলতে পারেন তিনি। শারীরিক দিক থেকেও শক্তিশালী। দু’ পা সমান সচল। ইরানের পাসপোর্ট রয়েছে তাঁর। থাকেন তেহরানে।

করোনাভাইরাসের জেরে বন্ধ হয়ে গিয়েছে আই লিগ। আগামী মরসুমে কবে শুরু হবে ঘরোয়া লিগ বা আই লিগ, সেই সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী মরসুমে লাল-হলুদ শিবির আই লিগ না আইএসএল-এ খেলবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে আগামী মরসুমের দিকে তাকিয়ে দল তৈরি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সব ঠিকঠাক এগলে ইরানের উমিদ সিংহকে দেখা যেতেই পারে লাল-হলুদ জার্সিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Omid Singh Majid Bishkar East Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE