Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফের ঝড় পুজারার, সেঞ্চুরি ঈশানের

বিধংসী: ৫৫ বলে শতরান করে জয়ের নায়ক ঈশান। ফাইল চিত্র

বিধংসী: ৫৫ বলে শতরান করে জয়ের নায়ক ঈশান। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৫
Share: Save:

মুস্তাক আলি ট্রফিতেও এ বার ম্যাচের নিষ্পত্তি হল সুপার ওভারে। শুক্রবার সুরতে গুজরাত-রাজস্থান ম্যাচে দুই দলই ১৪৩-৭ করার পরে সুপার ওভার হয়। এতেও চার রান করে করে দু’দলই। কিন্তু গুজরাত সারা ম্যাচে বেশি সংখ্যক (১৬) চার-ছয় মারায় রাজস্থানের (১৩) বিরুদ্ধে জয় পায় তারা।

কেরলের মুলাপাড়ুতে অন্ধ্র প্রদেশের রিকি ভুই ৩৮ বলে সেঞ্চুরি করে দলকে বিশাল জয় এনে দেন নাগাল্যান্ডের বিরুদ্ধে। শেষে ৪২ বলে ১০৮ রান করেন তিনি। অন্ধ্রের ২৪৪-৪-এর জবাবে নাগাল্যান্ড ৬৫ রানেই অলআউট। ১৭৯ রানে জয় টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড। এ দিন পাঁচটি চার ও দশটি ছয় মারেন রিকি। মুলাপাড়ুতেই অপর ম্যাচে এ দিন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ঝাড়খণ্ডের ন’উইকেটে জয়ে প্রধান ভূমিকা নেয় ঈশান কিষাণের ৫৫ বলে সেঞ্চুরি। আটটি চার ও সাতটি ছয় মারেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান।

অন্য দিকে, চেতেশ্বর পুজারার ব্যাট চলছে। প্রথম ম্যাচে সেঞ্চুরির পরে দ্বিতীয় ম্যাচেও ৪৬ বলে ৬৮ রান করলেন ভারতের টেস্ট তারকা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে এ দিন তাঁর সঙ্গী ওপেনার হার্ভিক দেশাইও ৩৬ বলে ৫৬ রান করেন। দুই ওপেনারই সৌরাষ্ট্রকে ছ’উইকেটে জেতান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Syed Mustaq Ali Trophy 2019 Cricket Ishan Kishan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE