Advertisement
২৫ এপ্রিল ২০২৪
সুনীল ছেত্রী

এটিকে মোহনবাগানকে টপকে ফের শীর্ষে মুম্বই সিটি

আইএসএলে হারের হ্যাটট্রিক হল বেঙ্গালুরুর। এই প্রথমবার আইএসএলে টানা তিন ম্যাচে হারলেন সুনীলরা।

গোলের পর বিপিনের উচ্ছ্বাস। ছবি টুইটার

গোলের পর বিপিনের উচ্ছ্বাস। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ২২:৩০
Share: Save:

এটিকে মোহনবাগানকে টপকে ফের আইএসএলের শীর্ষে চলে গেল মুম্বই সিটি এফসি। মঙ্গলবার সুনীল ছেত্রীরা হেরে গেলেন ১-৩ ব্যবধানে। আইএসএলে হারের হ্যাটট্রিক হল বেঙ্গালুরুর। এই প্রথমবার আইএসএলে টানা তিন ম্যাচে হারলেন সুনীলরা।

এদিন ম্যাচের ১৫ মিনিটেই দু’গোলে এগিয়ে গিয়েছিল মুম্বই। ৯ মিনিটে কর্নার থেকে মুর্তাদা ফল এগিয়ে দেন তাদের। পরের মিনিটেই অ্যাডাম লে ফন্দ্রে গোলের সুযোগ নষ্ট করেন। ১৫ মিনিটে দ্বিতীয় গোল বিপিন সিংয়ের। মন্দার রাও দেসাইয়ের ক্রস থেকে গোল করেন তিনি।

ম্যাচের ৭৯ মিনিটে সুনীল পেনাল্টি থেকে এক গোল শোধ করেন। পেনাল্টি বক্সে ফাউল করেছিলেন মুর্তাদা। কিন্তু বেঙ্গালুরুর সমতা ফেরানোর আশায় জল ঢেলে দেন বার্থোলোমিউ ওগবেচে। সি গডার্ডের কর্নার থেকে দুরন্ত হেডে বল জালে জড়ান তিনি।

আরও খবর: ‘হার্টের সুরক্ষায়’ সৌরভের করা তেলের বিজ্ঞাপন সরানো হল

আরও খবর: ধোনিকন্যা জিভাও এবার বিজ্ঞাপনে, বাবা-মেয়ের খুনসুটিতে মাতল নেট দুনিয়া

৯ ম্যাচ খেলে ২২ পয়েন্ট হল মুম্বইয়ের। সম সংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু ১২ পয়েন্টে পঞ্চম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sunil chhetri bengaluru fc isl mumbai city fc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE