Advertisement
১৯ এপ্রিল ২০২৪
ISL

টাইব্রেকারে বাজিমাত কলকাতার, সচিনকে হারিয়ে জয় সৌরভের

আইএসএল ফাইনালে প্রথম বছরের অ্যাকশন রিপ্লে। আবার সেই কলকাতা আবার সেই কেরল। সেই সৌরভ বনাম সচিন ডুয়েল ফুটবল মাঠে। তবে এ বার কোচির মাঠে। ঘরোয়া সমর্থকদের সামনেই ফাইনাল খেলতে নেমেছে কেরল। কলকাতার সামনে এটাও বড় চ্যালেঞ্জ।

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ১৯:০৫
Share: Save:

কেরল ব্লাস্টার্স ১ (রফি)

অ্যাটলেটিকো কলকাতা ১ (সেরেনো)

টাইব্রেকার

৩-৪

আইএসএল ফাইনালে প্রথম বছরের অ্যাকশন রিপ্লে। আবার সেই কলকাতা আবার সেই কেরল। সেই সৌরভ বনাম সচিন ডুয়েল ফুটবল মাঠে। তবে এ বার কোচির মাঠে। ঘরোয়া সমর্থকদের সামনেই ফাইনাল খেলতে নেমেছে কেরল। কলকাতার সামনে এটাও বড় চ্যালেঞ্জ।

টাইব্রেকার

কেরল: জার্মান (গোল), বেলফোর্ট (গোল), ডোয়ে (মিস), রফিক (গোল), হেংবার্ট (সেভ)

কলকাতা: হিউম (সেভ), দ্যুতি (গোল), বোরহা (গোল), লারা (গোল), জুয়েল (গোল)

আরও খবর: কেরলকে হারিয়ে আইএসএল আবার কলকাতার, ছবিতে

• দ্বিতীয়ার্ধের খেলাও শেষের পথে‌।

• টাইব্রেকারের পথে গড়াচ্ছে ম্যাচ।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• অতিরিক্ত সময়ের ম্যাচের প্রথমার্ধ শেষ।

• ১০০মিনিট, সন্দেশ ঝিঙ্গানকে হলুদ কার্ড।

• ৯৭ মিনিট, রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন কলকাতা কোচ মলিনা।

• সেরেনোকে তুলে নাতোকে নামালেন মলিনা।

• ৯৩ মিনিট, ইসফাককে হলুদ কার্ড।

• অতিরিক্ত সময়ের খেলা শুরু।

• নির্ধারিত সময়ের খেলা শেষ। এ বার অতিরিক্ত সময়ের খেলা শুরু হবে।

• ৯০+২ মিনিট, গোলের সুযোগ কলকাতার সামনে।

• ৮৬ মিনিট, গোলের জন্য ছটফট করছেন বোরহা।

• দুই দলই ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে চাইছে।

• শেষ কয়েক মিনিটে কোনও পক্ষেরই কোনও আক্রমণ নেই।

• ৭৭ মিনিট, মহম্মদ রফির জায়গায় মাঠে এলেন মহম্মদ রফিক।

• তাঁর একমাত্র গোলেই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। এ বার তিনি খেলছেন কেরলের হয়ে।

• মাঠে এলেন প্রথম আইএসএল ফাইনালের হিরো মহম্মদ রফিক।

• ৭৭ মিনিট, নাজনের জায়গায় নামলেন জার্মান।

• ৭২ মিনিট, লারার ফ্রিকিক বাইরে পাঠালেন বেলফোর্ট।

• ৭২ মিনিট, কলকাতার ফ্রিকিক।

• ফাইনালে ফ্লপ পোস্টিগা ।

• ৬৭ মিনিট, পোস্টিগাকে তুলে জেভিয়ের লারাকে নামালেন মলিনা

• ৫৯ মিনিট, যদিও ব্যান্ডেজ বেঁধে রক্তে ভিজে যাওয়া জার্সি বদলে নেমে পড়লেন খেলতে।

• ৫৮ মিনিট, বেলফোর্টের শট জায়গা ছেড়ে বেরিয়ে এসে বাইরে পাঠালেন দেবজিৎ।

• ৫৭ মিনিট, মিনিট খানেক ১০ জনে খেলতে হল কলকাতাকে।

• ৫৭ মিনিট, মাথা ফাঁটল সেরেনোর।

• ৫২ মিনিট, অফ সাইড পোস্টিগা।

• ৫০ মিনিট, নাজনের শট বাঁচিয়ে দিলেন দেবজিৎ।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• গোল করলেন রফি ও এনরিকে।

• হাফ টাইমে কেরল ১, কলকাতা ১।

• সামেঘ দ্যুতির পাস থেকে গোল করে গেলেন এনরিকে।

• ৪৪ মিনিট, গোওওওওওওওওল.......অ্যাটলেটিকো কলকাতার।

• ৪৩ মিনিট, কলকাতা দলে পরিবর্তন, কিগান পেরেরার জায়গায় মাঠে এলেন প্রবীর দাস।

• ৪১ মিনিট, কলকাতার পক্ষে ফ্রিকিক।

• ৩৮ মিনিট, কেরলের হয়ে মেহতাবের কর্নার থেকে রফির হেডে গোল।

• ৩৮ মিনিট, গোওওওওওওওওল....... কেরল ব্লাস্টার্সের।

• ৩৭ মিনিট, কেরলের পক্ষে কর্নার।

• ৩৬ মিনিট, হিউজের জায়গায় মাঠে এলেন ডয়।

• ৩৪ মিনিট, চোটের জন্য বেরিয়ে গেলেন কেরলেন হিউজ।

• ৩৩ মিনিট, দিশাহীন কর্নার দ্যুতির।

• ২৭ মিনিট, রালতে হিউমের সঙ্গে ওয়ান-টু খেলে বাইরে পাঠালেন বল।

• ২৫ মিনিট, বোরহা ফার্নান্ডেজকে হলুদ কার্ড।

• ২২ মিনিট, মেহতাবের থেকে বল পেয়ে গিয়েছিলেন জুয়েল। পোস্টিগাকেও বাড়িয়েছিলেন। তাঁর থেকে হেংবার্ট হয়ে বল গেল বাইরে।

• ১৯ মিনিট, কেরলের ফ্রিকিক। বাইরে মারলেন বেলফোর্ট।

• ১৭ মিনিট, জুয়েল রাজার ভাল মুভ।

• ১২ মিনিট, আবার পোস্টিগা।

• ১০ মিনিট, দু’বার গোলের সামনে গিয়ে বাইরে পাঠালেন পোস্টিগা।

• ৯ মিনিট, সুযোগ এসে গিয়েছিল কেরলেন সিকে বিনিথের সামনে।

• খেলা শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE