Advertisement
২৪ এপ্রিল ২০২৪
PSL

পিএসএলে বল বিকৃতির অভিযোগ জেসন রয়ের

জেসন রয় অভিযোগ এনেছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ়ের বিরুদ্ধে। —ছবি এপি।

জেসন রয় অভিযোগ এনেছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ়ের বিরুদ্ধে। —ছবি এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৯
Share: Save:

পাকিস্তান সুপার লিগে বল বিকৃতির অভিযোগ। জানা যাচ্ছে, ইংল্যান্ডের ওপেনার জেসন রয় এই অভিযোগ এনেছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ়ের বিরুদ্ধে। পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেন রয়। ওয়াহাব খেলেন পেশোয়ার জালমির হয়ে। কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ স্বীকার করেছেন, দুই ক্রিকেটারের মধ্যে ঝামেলা হয়েছিল।

গত সপ্তাহে পিএসএলের প্রথম দিনে এই ঘটনা ঘটেছে। একটি সূত্র বলেছে, ‘‘রয় গিয়ে ওয়াহাবকে জিজ্ঞেস করে, ‘তুমি কি রিভার্স সুইং পাওয়ার জন্য বলটা তৈরি করে নিচ্ছ?’ যা শুনে প্রচণ্ড চটে যান পাক পেসার। সরফরাজকে গিয়ে ওদের শান্ত করতে হয়।’’ জানা গিয়েছে, রিপোর্টে কারও নাম উল্লেখ না করে বল বিকৃতির কথা লিখেছে কোয়েটা।

আইপিএলের প্রশংসায় আফ্রিদি: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আধিপত্যের পিছনে আইপিএল। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। রবিবার করাচিতে আফ্রিদি বলেছেন, ‘‘আমার মনে হয়, আইপিএলই মোড় ঘুরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের। ভারতের তরুণ ক্রিকেটাররা নামী বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে। ওদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিচ্ছে। যার ফলে ওরা পুরোপুরি তৈরি হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে পারছে। আইপিএল খেলেই ওই পর্যায়ের ক্রিকেটের চাপ সামলাতে ওরা তৈরি হয়ে যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE