Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Cricket

বোলিং অ্যাকশন চোটপ্রবণ! কারও পরামর্শে কান দিচ্ছেন না বুমরা

পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদ সদ্য প্রশ্ন তুলেছেন তাঁর বোলিং অ্যাকশন নিয়ে। আকিবের মতে, বুমরার যা অ্যাকশন, তাতে চোট লাগার আশঙ্কা বেশি। ক্রিকেটমহলেও অনেকে তাঁর অ্যাকশনকে চোট-প্রবণ বলে মনে করেন।

বুমরার এই বোলিং অ্যাকশন নিয়েই চলছে চর্চা।

বুমরার এই বোলিং অ্যাকশন নিয়েই চলছে চর্চা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ১২:২৯
Share: Save:

বোলিং অ্যাকশন নিয়ে কারও পরামর্শ শুনতে নারাজ জশপ্রীত বুমরা। স্বচ্ছন্দ বলেই এই অ্যাকশনে বল করেন তিনি, জাতীয় দলের পেসার ঘোষণা করছেনও সরাসরি।

পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদ সদ্য প্রশ্ন তুলেছেন তাঁর বোলিং অ্যাকশন নিয়ে। আকিবের মতে, বুমরার যা অ্যাকশন, তাতে চোট লাগার আশঙ্কা বেশি। ক্রিকেটমহলেও অনেকে তাঁর অ্যাকশনকে চোট-প্রবণ বলে মনে করেন। কিন্তু, প্রাক্তনদের পরামর্শে বুমরা কান দিচ্ছেন না।

২৪ বছর বয়সী পেসারের সাফ কথা, "বিশেষজ্ঞরা কে কী বলছে, তাতে একদমই গুরুত্ব দিচ্ছি না. আমার কীসে সুবিধা হয়, তাতে ফোকাস রাখছি। নিজের শরীরের দিকেও লক্ষ্য রাখছি। কী করলে ফিট থাকব, সেদিকে খেয়াল থাকছে। ক্রিকেটে নিখুঁত অ্যাকশন বলে কিছু হয় না। আমাকে একজন বোলার দেখান তো, যে কিনা কখনও চোট পায়নি। আমার ফিটনেস কীভাবে বাড়াব, সেদিকে অবশ্য নজর থাকছে সবসময়।"

আরও পড়ুন: ক্যারিবিয়ান শিবিরে বড় ধাক্কা, গেলের পথে হেঁটে ভারতে খেলবেন না এভিন লিউইস​

আরও পড়ুন: সন্ধিপুজো দেখতে মণ্ডপে সৌরভ, বাড়ল হইচই

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE