Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Jasprit Bumrah

সাফল্য আসুক ফেলে আসা বছরের মতোই, নতুন বছরের দিকে তাকিয়ে বুমরা

২৬ বছর বয়সি বুমরা একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার হিসেবে বছর শেষ করছেন। টেস্টে তিনি আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে রয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বুমরা। ছবি টুইটার থেকে নেওয়া।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বুমরা। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৫:১৬
Share: Save:

২০১৯ সাল ছিল সাফল্য, শেখা, কঠোর পরিশ্রম ও স্মৃতি তৈরি করার। বর্ষশেষের দিনে আগামী বছরের দিকেও একই রকম প্রত্যাশা নিয়ে তাকাচ্ছেন জশপ্রীত বুমরা। মঙ্গলবার, বর্ষশেষের সকালে টুইটে সেটাই জানিয়েছেন তিনি।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই বুমরা এখন বিরাট কোহালির দলের পয়লা নম্বর বোলার। ২০১৯ সালের গোড়ায় অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ জয়ের নেপথ্যে বড় অবদান ছিল তাঁর। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন। এর আগে টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে হরভজন সিংহইরফান পাঠান হ্যাটট্রিক করেছিলেন।

২৬ বছর বয়সি বুমরা একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার হিসেবে বছর শেষ করছেন। টেস্টে তিনি আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে রয়েছেন। এখনও পর্যন্ত ১২ টেস্টে ৬২ উইকেট নিয়েছেন তিনি। ৫৮ ওয়ানডে এবং ৪২ টি-টোয়েন্টিতে তিনি যথাক্রমে ১০৩ ও ৫১ উইকেট নিয়েছেন।

জুলাই-আগস্টে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বুমরা। চোট সারিয়ে নতুন বছরের গোড়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তন ঘটছে তাঁর। যা ৫ জানুয়ারি থেকে গুয়াহাটিতে শুরু হবে। তার পর রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চাইছেন, ২০১৯ যে তীক্ষ্ণতা দেখা গিয়েছে বুমরার বোলিংয়ে, তার ধারাবাহিকতা যেন থাকে ২০২০ সালেও। একই প্রার্থনা থাকছে বুমরারও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE