Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিরাট-সিদ্ধান্তে হ্যাটট্রিক, মার্শাল-রবার্টসদের মাটিতে ফের ভয়ঙ্কর বুমরা

বুমরার সুইং বোঝার আগেই চার উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। যে চার উইকেট বুমরা পেয়েছেন তার প্রত্যেকটিই ছিল ইনসুইং।

দুরন্ত: সেঞ্চুরির উৎসব হনুমার। হ্যাটট্রিকের পরে বুমরা। টুইটার

দুরন্ত: সেঞ্চুরির উৎসব হনুমার। হ্যাটট্রিকের পরে বুমরা। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২১
Share: Save:

যশপ্রীত বুমরার অবিশ্বাস্য স্পেল। নতুন বলে ফের বিধ্বংসী ভারতীয় পেসার। ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টসদের মাটিতে প্রথম টেস্ট হ্যাটট্রিক করে ক্রিকেটবিশ্বকে ফের চমক দিলেন বুমরা। সেই সঙ্গে ইরফান পাঠান, হরভজন সিংহদের তালিকায় ঢুকে পড়লেন অনায়াসে। প্রথম টেস্টে সাত রানে পাঁচ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় টেস্টেও তাঁর বিরুদ্ধে খেই খুঁজে পেলেন না ড্যারেন ব্র্যাভোরা।

বুমরার সুইং বোঝার আগেই চার উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। যে চার উইকেট বুমরা পেয়েছেন তার প্রত্যেকটিই ছিল ইনসুইং। জন ক্যাম্পবেল, ড্যারেন ব্র্যাভোদের মতো বাঁ-হাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে যা বাইরের দিকে বেরিয়ে যায়। ক্যাম্পবেল যদিও তাঁর হ্যাটট্রিকের তালিকায় পড়ছেন না। ব্র্যাভো, শিমর ব্রুকস ও রস্টন চেজকে ফিরিয়ে নতুন ইতিহাস তরুণ পেসারের।

শনিবার জামাইকার সাবাইনা পার্কে বুমরা আদৌ তাঁর হ্যাটট্রিক সম্পূর্ণ করতে পারতেন না, যদি না বিরাট কোহালি ডিআরএস নিতেন। চেজকে করা বুমরার ইনসুইং যে ব্যাটসম্যানের প্যাডে আছড়ে পড়ছে তা হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল পেসারের। তাই কোনও আবেদনও করেননি বুমরা। বিরাট তাঁকে জিজ্ঞাসা করেন, ‘‘ব্যাটে লেগেছে আগে?’’ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারেন না বুমরা। তাই কোহালি আর ডিআরএস নিতে দেরি করেননি। বল ট্র্যাকিংয়ে দেখা যায় বুমরার ইনসুইং চেজের লেগ স্টাম্পে আছড়ে পড়ছে।

বুমরার বিস্ময় স্পেলের আগে ভারতীয় ইনিংস চলাকালীন প্রথম টেস্ট সেঞ্চুরি সম্পূর্ণ করেন হনুমা বিহারী। অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে ৯৩ রান করে আউট হয়ে যাওয়ায় হাতছাড়া করেছিলেন প্রথম সেঞ্চুরির সুযোগ। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে সেই স্বপ্নপূরণ হল হনুমার। ২২৫ বলে ১১১ রান করেন তিনি। তাঁকে সঙ্গ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট জীবনের প্রথম হাফসেঞ্চুরি করে ফেললেন ইশান্ত শর্মাও। ৮০ বলে ৫৭ রান করে গেলেন অভিজ্ঞ ভারতীয় পেসার।

ইশান্তের হাফসেঞ্চুরির পরে ড্রেসিংরুমে বিরাটদের উচ্ছ্বাস দেখেই বলা যায়, লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে অবিশ্বাস্য ইনিংস খেললেন ভারতীয় পেসার। স্বপ্ন দেখালেন নতুন এক অধ্যায়ের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE