Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লিগে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচে নামানো হচ্ছে না আকোস্তাকে

মোহনবাগান কলকাতা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে রানার্স হওয়া ছাড়া কোনও লক্ষ্য নেই। সে জন্যই অনুশীলন হল কিছুটা গা-ছাড়া। সরকারি ভাবে কোনও ঘোষণা না হলেও শোনা যাচ্ছে সুভাষ ভৌমিকেরও এটাই শেষ ম্যাচ

জনি আকোস্তা

জনি আকোস্তা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৭
Share: Save:

জনি আকোস্তাকে নিয়ে কি মোহভঙ্গ হতে শুরু করল ইস্টবেঙ্গল শিবিরে?

ডার্বি-সহ তিন ম্যাচ খেলেছেন কোস্টা রিকার স্টপার। দু’টি গোল করেছেন বিশ্বকাপার আকোস্তা, ইস্টবেঙ্গল খেয়েছে ছয় গোল। এ রকম আবহে মঙ্গলবার কলকাতা লিগের শেষ ম্যাচে এফসিআইয়ের বিরুদ্ধে তাঁকে নামানো হচ্ছে না। অন্তত শুক্রবারের অনুশীলনে সে রকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে। স্টপারে কিংশুক দেবনাথ এবং মেহতাব সিংহকে রেখে প্রথম একাদশের অনুশীলন করিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিক।

মোহনবাগান কলকাতা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে রানার্স হওয়া ছাড়া কোনও লক্ষ্য নেই। সে জন্যই অনুশীলন হল কিছুটা গা-ছাড়া। সরকারি ভাবে কোনও ঘোষণা না হলেও শোনা যাচ্ছে সুভাষ ভৌমিকেরও এটাই শেষ ম্যাচ। এ দিন সুভাষ অবশ্য বেশির ভাগ সময় মাঠের বাইরেই চেয়ারে বসে ছিলেন। নতুন স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্দেস খাতা-কলম নিয়ে তাঁর সহকারীদের নিয়ে বসেছিলেন গ্যালারিতে। অনুশীলন শেষ হওয়ার পর সুভাষের সঙ্গে কোনও কথা না বলেই হোটেলে ফিরে যান।

এ দিকে মঙ্গলবার কলকাতা লিগ শেষ হওয়ার পরে কবে থেকে আই লিগের প্রস্তুতি শুরু হবে, তা ঠিক করবেন নতুন স্প্যানিশ কোচ। তবে অনুশীলন শুরুর আগেই দুই স্প্যানিশ ফুটবলার বোরহা গোমেস পিরেস এবং মেক্সিকোর স্ট্রাইকার এনরিকে এসকুইদোকে শহরে আনার চেষ্টা চলছে। পুজোর পরেই শুরু হবে আই লিগ। তাও প্রায় মাসখানেক বাকি। এর মধ্যে অবশ্য বাইরের কোনও প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন না আল আমনারা। তবে গোয়ায় একটি প্রদর্শনী ম্যাচ খেলতে পারে ইস্টবেঙ্গল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football East Bengal Johnny Acosta FCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE