Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কোহালিদের সতর্ক করছেন ল্যাঙ্গার

টেস্ট সিরিজে হারতে হয়েছে তাদের। এ বার ওয়ান ডে দ্বৈরথে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। তার আগে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার সতর্ক করে দিচ্ছেন বিরাট কোহালিদের। বলে দিচ্ছেন, এ বার অন্য লড়াই। 

ভক্ত: কোহালির সঙ্গে ছবি তুলে নিজেই টুইট করলেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার মারিয়ানে ক্যাপ। সিডনির জিমে। বৃহস্পতিবার।

ভক্ত: কোহালির সঙ্গে ছবি তুলে নিজেই টুইট করলেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার মারিয়ানে ক্যাপ। সিডনির জিমে। বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ০৩:২৮
Share: Save:

টেস্ট সিরিজে হারতে হয়েছে তাদের। এ বার ওয়ান ডে দ্বৈরথে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। তার আগে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার সতর্ক করে দিচ্ছেন বিরাট কোহালিদের। বলে দিচ্ছেন, এ বার অন্য লড়াই।

বৃহস্পতিবার সিডনিতে ল্যাঙ্গার বলেছেন, ‘‘২০০১ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ হারার পরে আমরা ২০০৪ সালে গিয়ে জিতি। কোনও সন্দেহ নেই, আমার ক্রিকেট কেরিয়ারে ওটাই সর্বোচ্চ শিখর ছিল। আমি নিশ্চিত, আমাদের এখান থেকে টেস্ট সিরিজ জেতার পরে কোহালি এবং ওর দলের ক্রিকেটারদের মধ্যেও সেই অনুভূতিটাই হচ্ছে। কিন্তু আমি ভারতকে মনে করিয়ে দিতে চাই, একবার পাহাড়ের চুড়োয় উঠলে সেখান থেকে নীচে নামা ছাড়া আর কোনও রাস্তা নেই।’’

আসন্ন ওয়ান ডে সিরিজ নিয়ে ল্যাঙ্গার আরও বলেন, ‘‘ভারতের জন্য আমাদের পরিকল্পনা তৈরি আছে। আমরা জানি, ওরা ভাল ওয়ান ডে দল। আশা করব, আমরা টেস্টে যা খেলেছি, তার চেয়ে এ বার অনেক ভাল খেলব।’’ নিজের দল নিয়ে ল্যাঙ্গার বলেন, ‘‘আমাদের দলে প্রতিভার অভাব নেই। এ বার নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।’’

অস্ট্রেলিয়া দলে অবশ্য একটা পরিবর্তন হয়েছে। পেটের সমস্যায় ছিটকে গিয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। তার জায়গায় দলে নেওয়া হয়েছে ব্যাটসম্যান অ্যাশটন টার্নারকে। অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলে ফিরিয়ে আনা হয়েছে অফস্পিনার নেথান লায়নকে। ল্যাঙ্গারের মতে, বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে আনা হয়েছে এই অফস্পিনারকে। তবে তিনি এটা জানাননি, শনিবার সিরিজের প্রথম ম্যাচে দুই স্পিনারকে খেলানো হবে কি না। অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, ‘‘লায়ন বিশ্বের সেরা স্পিনার। সাদা বলের ক্রিকেটেও ওর রেকর্ড খুব ভাল। সামনে বিশ্বকাপ আসছে। তাই আমরা ওকে কাজে লাগাতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket ODI India Australia Justin Langer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE