Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

নির্বাসন কমানোর আর্জি রাবাডার

দ্বিতীয় টেস্টের ঘটনা। যে ম্যাচ দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জিতে নিয়েছেন। এই মুহূর্তে সিরিজ ১-১। সেই ম্যাচে রাবাডা ১৫০ রান দিয়ে নিয়েছিলেন ১১ উইকেট। সামনের দুটো ম্যাচ দক্ষিণ আফ্রিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কাগিসো রাবাডা। ছবি: রয়টার্স।

কাগিসো রাবাডা। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
কেপ টাউন শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ১৮:০৭
Share: Save:

দু’ম্যাচ নির্বাসিত হওয়ার পরই টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। এ বার তিনি তাঁর শাস্তি কমানোর আবেদন জানালেন আইসিসির কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে তিনি খেলতে চেয়েই এই দাবি জানিয়েছেন। মাঠের মধ্যেই অভব্য ব্যবহার আর অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথকে ধাক্কা দেওয়ার কারণে লেভেল টু অফেন্সে শাস্তি পেয়েছিলেন রাবাডা।

দ্বিতীয় টেস্টের ঘটনা। যে ম্যাচ দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জিতে নিয়েছেন। এই মুহূর্তে সিরিজ ১-১। সেই ম্যাচে রাবাডা ১৫০ রান দিয়ে নিয়েছিলেন ১১ উইকেট। সামনের দুটো ম্যাচ দক্ষিণ আফ্রিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ ডিমেরিট পয়েন্ট নিয়েই টেস্ট সিরিজ খেলতে নেমেছিলেন রাবাডা। এই ঘটনার পর তার সঙ্গে যুক্ত হয় আরও তিন। যার ফলে দুটো ‘সাসপেনশন পয়েন্ট’এর উপর ভিত্তি করে সিরিজে নির্বাসিত হন রাবাডা। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে আউট করার পর তাঁর শরীরী ভাষার জন্য। এর পর ১২ ডিমেরিট পয়েন্ট হয়ে গেলে তিন টেস্টে নির্বাসিত হবেন।

আইসিসির নিয়ম মেনে কোনও প্লেয়ার শাস্তি কমানোর দাবি জানালে তার বিচারের জন্য বিচারবিভাগীয় কমিশনারকে নিয়োগ করা হয়। এবং সাত দিনের মধ্যে শুনানী হতে হবে। হাতে যা সময় রয়েছে তাতে শুক্রবারের মধ্যে বিচারবিভাগীয় কমিশন বসাতে হবে। পরের শুক্রবারে হবে শুনানী। সেটা ২৩ মার্চ। তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ২২ মার্চ থেকে কেপ টাউনে। যা থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে রাবাডা পরের টেস্ট খেলতে পারবেন না কোনওভাবেই।

আরও পড়ুন
শেষ পর্যন্ত কি ফর্মে ফিরলেন রোহিত!

ক্রিকেট সাউথ আফ্রিকা আইসিসিকে রাবাডার নির্বাসন স্থহিত রাখার অনুরোধ জানাতে পারে। সবটাই নির্ভর করছে আইসিসির সিন্ধান্তের উপর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE