Advertisement
১৯ এপ্রিল ২০২৪

খেলরত্ন নিতে দেশে ফিরেও সানিয়ার পুরস্কার অনিশ্চিত

রাষ্ট্রপতির হাত থেকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই অনুষ্ঠানের মাত্র তিন দিন আগে আইনি জটিলতায় অনিশ্চিত সানিয়া মির্জার রাজীব খেলরত্ন সম্মান! দেশের প্যারা অলিম্পিয়ান হোশানগর নাগরাজেগৌড়া গিরিশের আবেদনের ভিত্তিতে সানিয়াকে ক্রীড়া সম্মান প্রদানে আজ স্থগিতাদেশ জারি করেছে কর্নাটক হাইকোর্ট।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০৩:২০
Share: Save:

রাষ্ট্রপতির হাত থেকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই অনুষ্ঠানের মাত্র তিন দিন আগে আইনি জটিলতায় অনিশ্চিত সানিয়া মির্জার রাজীব খেলরত্ন সম্মান! দেশের প্যারা অলিম্পিয়ান হোশানগর নাগরাজেগৌড়া গিরিশের আবেদনের ভিত্তিতে সানিয়াকে ক্রীড়া সম্মান প্রদানে আজ স্থগিতাদেশ জারি করেছে কর্নাটক হাইকোর্ট।

২০১২ লন্ডন প্যারালিম্পিকে হাইজাম্পে রুপোজয়ী গিরিশের দাবি, পারফরম্যান্সের ভিত্তিতে খেলরত্ন পাওয়ার যে পয়েন্ট ব্যবস্থা রয়েছে, তাতে তাঁর পয়েন্ট সানিয়ার চেয়ে বেশি। তাই উইম্বলডন ডাবলস চ্যাম্পিয়নের আগে তিনি গিরিশ খেলরত্নের দাবিদার। কর্নাটক হাইকোর্টের বিচারপতি এ এস বোপান্না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং সানিয়াকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়ে জানতে চেয়েছেন পয়েন্ট ব্যবস্থা যেখানে মাপকাঠি, সেখানে কেন গিরিশের নাম বিবেচিত হয়নি। পনেরো দিনের মধ্যে জবাব চেয়েছে আদালত। সাতাশ বছরের গিরিশ আদালতে এ-ও বলেছেন, খেলরত্নের সরকারি বিজ্ঞপ্তিতে যে সব স্পোর্টস ইভেন্টের উল্লেখ রয়েছে, তাতে উইম্বলডন নেই। তাই সানিয়ার উইম্বলডন খেতাব এ ক্ষেত্রে বিচার্য হতে পারে না। এ দিকে, রাষ্ট্রপতি ভবনে খেল-সম্মান অনুষ্ঠান আগামী শনিবার। যাতে যোগ দিতে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ওপেন শুরু হওয়া সত্ত্বেও নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন সানিয়া। কিন্তু আদালতের রায়ে পরিস্থিতি আপাতত জটিল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE