Advertisement
২৪ এপ্রিল ২০২৪

গুজরাতকে হারিয়ে উত্থান কেরলের

বৃহস্পতিবার ওয়ানাড়ে চতুর্থ ইনিংসে ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল পার্থিব পটেলের গুজরাত।

গুজরাতকে ১১৩ রানে হারিয়ে চমক কেরলের।  ছবি: পিটিআই।

গুজরাতকে ১১৩ রানে হারিয়ে চমক কেরলের। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৫:৩২
Share: Save:

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনেই গুজরাতকে ১১৩ রানে হারিয়ে চমক কেরলের। সেই সঙ্গে প্রথম বার সেমিফাইনালে পৌঁছে গেলেন সঞ্জু স্যামসনেরা। নেপথ্যে কেরলের পেস-জুটি। বিপক্ষের ২০টি উইকেটের মধ্যে দুই পেসারই নিলেন ১৬টি উইকেট। বাসিল থাম্পি ও সন্দীপ ওয়ারিয়র দু’জনেরই আটটি করে উইকেট।

বৃহস্পতিবার ওয়ানাড়ে চতুর্থ ইনিংসে ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল পার্থিব পটেলের গুজরাত। কিন্তু দুই কেরল পেসারের দাপটে কোয়ার্টার ফাইনালেই থেমে গেল গুজরাতের রথ। মাত্র ৮১ রানে অলআউট পার্থিবেরা। চার উইকেট সন্দীপের। পাঁচ উইকেট নিলেন থাম্পি। গুজরাতের হয়ে সর্বোচ্চ রান রাহুল শাহর। ৩৩ রানে অপরাজিত তিনি। রান আউট হয়ে ফিরে যান পার্থিব (০)।

এ দিনই নাগপুরে প্রথম শ্রেণির ক্রিকেটে নবম ডাবল সেঞ্চুরি সেরে নিলেন ওয়াসিম জাফর। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ওপেনার সঞ্জয় রামস্বামী (১৪১)-র সঙ্গে ৩০৪ রানের জুটি গড়েন জাফর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Gujarat Kerala Ranji Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE