Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লেভার কাপে আকর্ষণ কোচ ফেডেরার

লেভার কাপ চ্যাম্পিয়ন হতে গেলে ম্যাচটা জিততেই হবে তখন টিম ইউরোপকে। কিন্তু তাদের হয়ে কোর্টে নামা আলেকজান্ডার জেরেভ সেই সময় চাপে পড়ে গিয়েছিলেন টিম ওয়ার্ল্ডের কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে।

কিংবদন্তি: জেতার পরে ফেডেরারকে অভিনন্দন বিয়র্ন বর্গের। এপি

কিংবদন্তি: জেতার পরে ফেডেরারকে অভিনন্দন বিয়র্ন বর্গের। এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১৫
Share: Save:

লেভার কাপ চ্যাম্পিয়ন হতে গেলে ম্যাচটা জিততেই হবে তখন টিম ইউরোপকে। কিন্তু তাদের হয়ে কোর্টে নামা আলেকজান্ডার জেরেভ সেই সময় চাপে পড়ে গিয়েছিলেন টিম ওয়ার্ল্ডের কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে। হঠাৎ দেখা গেল দৃশ্যটা। জার্মান তারকার দিকে এগিয়ে আসছেন তাঁর সতীর্থ রজার ফেডেরার। এসে কিছু বললেন জেরেভকে সুইস মহাতারকা। শেষ পর্যন্ত সেই পরামর্শেই কি না জানা নেই, অ্যান্ডারসনকে হারিয়ে

দেন জেরেভ। শুধু কোচিং করানোই নয়, নিজের সিঙ্গলসে ম্যাচও দুরন্ত ভাবে জেতেন ফেডেরার। যার দাপটে দ্বিতীয় বারও ট্রফি থাকছে টিম ইউরোপের দখলেই। চূড়ান্ত ফল দাঁড়ায় ১৩-৮।

কী পরামর্শ দিয়েছিলেন ফেডেরার? জেরেভ পরে বলেন, ‘‘রজার খুব ভাল কোচ। আমাকে অনেক সাহায্য করেছে। আমাকে কয়েকটা পরামর্শ দিয়েছিল তখন। যা খুব কাজে দিয়েছে। আমি দ্বিতীয় সেট আর টাইব্রেকে ম্যাচটাও জিতে যাই।’’ শুধু জেরেভকেই নন, টিম ইউরোপের সতীর্থ নোভাক জোকেভিচকেও কোচিং করাতে দেখা গিয়েছে ফেডেরারকে এ বার লেভার কাপে। তাঁর কোচিংয়ের ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই তুঙ্গে। অবশ্য কোচিং করানোই শুধু নয়, ফেডেরারকে র‌্যাকেট হাতে নেমেও বেশ লড়াই করেই জিততে হল মার্কিন তারকা জন ইসনারের বিরুদ্ধে ৬-৭(৫), ৭-৬ (৮), ১০-৭। তাঁর জয়ে ইউরোপ দল প্রতিযোগিতা জেতার আরও কাছাকাছি চলে আসে। মাত্র তিন পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন। ফেডেরারের পরামর্শে জেরেভ এই পয়েন্ট তুলে নেন ৬-৭ (৩), ৭-৫, ১০-৭

অ্যান্ডারসনকে হারিয়ে।

প্রতিযোগিতার শেষ দিন টিম ইউরোপকে ট্রফি জিততে হলে প্রথম দুটি সিঙ্গলসের একটি জিততেই হত। যদি তাতেও ফয়সালা না হয় তা হলে নোভাক জোকোভিচ নামতেন টিম ওয়ার্ল্ডের নিক কিরিয়সের বিরুদ্ধে। কিন্তু জেরেভ জিতে যাওয়ায় জোকোভিচকে আর কোর্টে নামতে হয়নি। বিয়র্ন বর্গের দল সহজেই দখল করে ট্রফি।

দলের সাফল্যে উচ্ছ্বসিত টিম ইউরোপের ক্যাপ্টেন বর্গ বলেছেন, ‘‘অসাধারণ গেল চলতি সপ্তাহটা। দলকে নিয়ে আমি খুব গর্বিত। জানতাম আমাদের জন্য টিম ওয়ার্ল্ডকে হারিয়ে ট্রফি জেতা সহজ হবে না। তার উপর ওদের জনের (ম্যাকেনরো) মতো এক জন ক্যাপ্টেন রয়েছে। ওদের দলটা খুব ভাল। সবাই ভীষণ পেশাদার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE