Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জেমাইমার দাপটে সিরিজ ভারতের

শ্রীলঙ্কার ঘরের মাঠে এক ম্যাচ বাকি থাকতেই মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ জিতে নিল ভারত। সৌজন্যে জেমাইমা রদ্রিগেসের অপরাজিত ৫২ রানের ইনিংস। প্রথম হাফসেঞ্চুরি করেন অনুজা পাতিলও। তিনি অপরাজিত ৫৪ রানে। 

উচ্ছাস। ছবি পিটিআই

উচ্ছাস। ছবি পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২৪
Share: Save:

শ্রীলঙ্কার ঘরের মাঠে এক ম্যাচ বাকি থাকতেই মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ জিতে নিল ভারত। সৌজন্যে জেমাইমা রদ্রিগেসের অপরাজিত ৫২ রানের ইনিংস। প্রথম হাফসেঞ্চুরি করেন অনুজা পাতিলও। তিনি অপরাজিত ৫৪ রানে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সে ভাবে সাফল্য না পেলেও বিধ্বংসী মেজাজে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেন জেমাইমা। প্রথম ম্যাচে ১৫ বলে ৩৬ রান করেন। তৃতীয় ম্যাচে ৪০ বলে করেন ৫৭ রান। সোমবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও তিনি অপ্রতিরোধ্য। ৩৭ বলে করেন ৫২ রান। পাঁচটি চার ও দু’টি ছক্কার সাহায্যে এই ইনিংস গড়েন তরুণী। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। বৃষ্টির জন্য ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ১৭ ওভার প্রতি ইনিংসে। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে শ্রীলঙ্কা। বিপক্ষ ব্যাটসম্যানেরা আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং শুরু করলেও থামতে হয় অনুজার অফস্পিনের বিরুদ্ধে। ব্যাটের পাশাপাশি বল হাতেও সফল অনুজা। ৩৬ রান দিয়ে নেন তিন উইকেট। জবাবে ১৮ রানের মধ্যেই স্মৃতি মন্ধানা (৫) ও মিতালি রাজ (১১)-এর উইকেট হারায় ভারত। পাঁচ রান করে আউট হন তানিয়া ভাটিয়াও। সাত ওভার শেষে ভারতের রান ছিল ৫৬-৩। শেষ দশ ওভারে প্রয়োজন ছিল ৭৯ রান। সেখান থেকে ম্যাচের হাল ধরে জেমাইমা ও অনুজার জুটি। ১৫.৪ ওভারে তিন উইকেট হারিয়ে অনায়াসে জয়সূচক রান তুলে দেন জেমাইমারা। ছয় মেরে নিজের হাফসেঞ্চুরি পূরণ করার পাশাপাশি সিরিজও জেতান জেমাইমা। ভারত করে ১৩৭ রান। সাত উইকেটে জেতেন হরমনপ্রীতরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India Women Sri Lanka T20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE