Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ডার্বি শেষে ফের সংঘর্ষ

ম্যাচের আগে দু’দলই সমর্থকদের কাছে সম্প্রীতির আবেদন রাখলেও, ডার্বি শেষে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা জড়িয়ে পড়লেন সংঘর্ষে। 

উৎসব: জাস্টিনকে নিয়ে কোলাদো। রবিবার যুবভারতীতে। টুইটার

উৎসব: জাস্টিনকে নিয়ে কোলাদো। রবিবার যুবভারতীতে। টুইটার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০৩:১১
Share: Save:

ম্যাচের আগে দু’দলই সমর্থকদের কাছে সম্প্রীতির আবেদন রাখলেও, ডার্বি শেষে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা জড়িয়ে পড়লেন সংঘর্ষে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার যুবভারতীতে ডার্বি দেখতে খড়দহ থেকে ২০-২৫ জন ইস্টবেঙ্গল সমর্থক একটি গাড়ি করে এসেছিলেন। তাঁদের গাড়িটি সল্টলেকের তেরো নম্বর ট্যাঙ্কের কাছে ইএসআই হাসপাতালের কাছে রাখা ছিল। পুলিশ জানিয়েছে, রবিবার খেলা শেষ হওয়ার পর ইস্টবেঙ্গল সমর্থকরা সন্ধ্যা সা়ড়ে সাতটা নাগাদ গাড়ির কাছে জ়ড়ো হন। তখনই দু’দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি দ্রুত পরিণত হয় হাতাহাতিতে। এর পরেই, মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গল সমর্থকদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। ইটের আঘাতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। মোহনবাগানের সমর্থকদের হাতে বন্ধুকে বেধ়ড়ক মার খেতে দেখে বাঁচাতে আসেন খড়দহের বাসিন্দা শুভ বন্দোপাধ্যায়। অভিযোগ, এরপর মোহনবাগান সমর্থকরা লাঠির আঘাতে শুভর মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে বিধাননগর (দক্ষিণ) থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। দু’দলের সমর্থকরাই পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ করেছেন। যদিও পুলিশ এই ঘটনা অস্বীকার করেছে। রাতেই ইস্টবেঙ্গল সমর্থকরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE