Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সুশীলের লড়াই শেষ ছ’মিনিটেই

আট বছর পরে সুশীল কুমারের কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তনের আয়ু শেষ হল মাত্র ৬ মিনিটে।

সুশীল কুমার।

সুশীল কুমার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৫৯
Share: Save:

বজরং পুনিয়া, রবি দাহিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের দিনই ভারতীয় দলের কুস্তি শিবির বড় ধাক্কা খেল অলিম্পিক্স পদকজয়ী সুশীল কুমার ব্যর্থ হওয়ায়।

আট বছর পরে সুশীল কুমারের কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তনের আয়ু শেষ হল মাত্র ৬ মিনিটে। অথচ শুক্রবার কাজ়াখস্তানের নুরসুলতানে ৭৪ কেজি বিভাগে যাবতীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ়েরবাইজানের খাদজ়িমুরাদ গাদজ়িয়েভের বিরুদ্ধে তিনি ৯-৪ এগিয়ে যান। কিন্তু বিস্ময়কর ভাবে তার পরে টানা সাত পয়েন্ট খুইয়ে ১১-৯ ফলে হেরে তিনি শেষ পর্যন্ত টুর্নামেন্টে থেকেই ছিটকে গেলেন। বজরং, রবিরা ছাড়া ব্যর্থ অন্য সবাই। হাঙ্গেরির দানিয়েল লিগেতির কাছে যেমন ১২৫ কেজি বিভাগে হেরে গেলেন সুমিত মালিকও। হেরেছেন আর এক ভারতীয় কুস্তিগির করণ। ৭০ কেজি বিভাগে তাঁকে ইখিতিয়র নাভরুজ়ভ হারান ৭-০ ফলে। অবশ্য এই ওজন বিভাগটি অলিম্পিক্সে নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sushil Kumar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE