Advertisement
২৫ এপ্রিল ২০২৪
KKR

নাইট পরিবারে যোগ দিলেন দুই প্রাক্তন তারকা, জেনে নিন তাঁদের ভূমিকা

সেই ব্রেন্ডন ম্যাকালাম ফিরলেন তাঁর পুরনো ক্লাবে। তবে ক্রিকেটার হিসেবে নয়, হেড কোচ হিসেবে।

নাইটদের মালকিন জুহি।

নাইটদের মালকিন জুহি।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ১৭:৫১
Share: Save:

দিন কয়েক আগে নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামকে কোচ করেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল-এর প্রথম সংস্করণের প্রথম ম্যাচেই নাইট রাইডার্স-এর হয়ে বিধ্বংসী ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

সেই ব্রেন্ডন ম্যাকালাম ফিরলেন তাঁর পুরনো ক্লাবে। তবে ক্রিকেটার হিসেবে নয়, হেড কোচ হিসেবে। ব্যাটের বদলে এ বার মগজাস্ত্রই তাঁর ভরসা। ম্যাকালামের সঙ্গে কেকেআর-এ যোগ দিচ্ছেন তাঁর দেশের প্রাক্তন বোলার কাইল মিলস।

আজ, শনিবার প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড হাসিকে দলের মেন্টর ঘোষণা করল কেকেআর। আগামী আইপিএল-এ কেকেআর-এর বোলিং কোচ কাইল মিলস। নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘‘ডেভিড হাসি ও কাইল মিলসকে নাইট রাইডারের পরিবারে স্বাগত জানানো হচ্ছে।’’ আগামী আইপিএলে হাসি ও মিলসের অভিজ্ঞতা কাজে লাগাবে কেকেআর। টি টোয়েন্টি খেলার অগাধ অভিজ্ঞতা হাসির।

৩০০-র বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন এই অজি তারকার। ২০০৮-১০ পর্যন্ত কেকেআর দলের সদস্য ছিলেন তিনি। অন্য দিকে মিলস নিউ জিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৭০টি ওয়ানডে ও ৪২ টি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন মিলস কিউয়িদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KKR Kyle Mills Cricket IPL David Hussey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE