Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Cricket

লর্ডসে কুলদীপের খেলা নিয়ে জল্পনা

প্রথম টেস্টে পরাজয়ের ধাক্কা সামলে ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে দ্বিতীয় টেস্টে? বৃহস্পতিবার শুরু হচ্ছে লর্ডস টেস্ট। তার প্রস্তুতি মঙ্গলবার শুরু করে দিল ভারত। নেটে লম্বা সময় কাটালেন অধিনায়ক বিরাট কোহালি।

কুলদীপ কি দ্বিতীয় টেস্টে খেলবেন? ছবি টুইটারের সৌজন্যে।

কুলদীপ কি দ্বিতীয় টেস্টে খেলবেন? ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ১৮:১৬
Share: Save:

দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত। বৃহস্পতিবার ঐতিহ্যশালী লর্ডসে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গেল অধিনায়ক বিরাট কোহালিকে। সেই ভিডিয়োও পোস্ট করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্ট ৩১ রানে জিতেছে ইংল্যান্ড। জো রুট অবশ্য প্রথম টেস্টের দল থেকে বেন স্টোকসকে পাচ্ছেন না। দলে রাখা হয়নি মিডল অর্ডারে ব্যর্থ হওয়া ডেভিড মালানকেও। যা খবর, তাতে স্টোকসের পরিবর্তে প্রথম এগারোয় আসছেন ক্রিস ওকস । আর মালানের পরিবর্তে দলে আসছেন অলি পোপ।

ভারতীয় শিবিরেও পরিবর্তনের নানা খবর ভাসছে। সুনীল গাওস্কর যেমন লর্ডস টেস্টে বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন। চেতেশ্বর পূজারাকে খেলানোর কথা বলেছেন তিনি। দুই স্পিনারে খেলার ভাবনাও রয়েছে। যেহেতু লন্ডনে এখনও পর্যন্ত মারাত্মক গরম, তাই স্পিনাররা সাহায্য পেতে পারেন বলে মনে করছে ক্রিকেটমহল। লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে ডানহাতি ব্যাটসম্যানদের সংখ্যা বাড়ছে। ফলে, চায়নাম্যান কুলদীপকে খেলনোর ভাবনা জোরাল। উমেশ যাদব বা হার্দিক পান্ডিয়াকে বসানো হতে পারে বলে চর্চা চলছে নানা মহলে।

তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর থাকায় সিমাররা কতটা সাহায্য পাবেন তা নিয়ে সংশয় থাকছে। তাছাড়া হার্দিক প্রথম টেস্টেও বিশেষ বল করেননি। তাই তাঁকে বসিয়ে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান বা বিশেষজ্ঞ বোলার খেলানো যেতেই পারে বলে সওয়াল করছেন প্রাক্তনরা। আবার, কন্ডিশন দেখে ইংল্যান্ডও দুই স্পিনার খেলানোর কথা ভাবছে। লেগস্পিনার আদিল রশিদের সঙ্গে সেক্ষেত্রে জুড়ে দেওয়া হবে মইন আলিকে। অবশ্য লর্ডসে ঐতিহাসিক ভাবেই স্পিনাররা তেমন সফল নন। কিংবদন্তি শেন ওয়ার্ন পর্যন্ত এই মাঠে পাঁচ উইকেট পাননি।

এদিন ভারতীয় কোচ রবি শাস্ত্রীকে দীর্ঘ সময় দেখা গেল বাইশ গজের পাশে। উইকেট কেমন, সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করলেন তিনি। কোহালি আবার ব্যস্ত থাকলেন নেটে। বরাবরের মতোই জমাট দেখা গেল তাঁকে। অন্য ব্যাটসম্যানরাও লম্বা সময় ধরে ব্যাট করলেন। প্রথম টেস্টে কোহালি ছাড়া কেউ রান করেননি। তাই বেশ চাপে রয়েছেন অজিঙ্ক রাহানে, মুরলী বিজয়রা। লর্ডসে তাঁদের ব্যাটে রান চাইছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ, প্রত্যেক ইনিংসে পরিত্রাতা হয়ে ওঠা সম্ভব নয় কোহালির পক্ষে।

আরও পড়ুন: আত্মবিশ্বাসেই অন্য গ্রেটদের থেকে আলাদা কোহালি, বললেন মঞ্জরেকর

আরও পড়ুন: টুইট করে ক্রিকেটে ফেরার কথা জানালেন স্টিভ স্মিথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE