Advertisement
২০ এপ্রিল ২০২৪

সিরিজ হার থেকে শিখতে চান কোহালি

ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচে জয়ের পরে টানা দু’টি ম্যাচে হার। মঙ্গলবার ভারতীয় বোলাররা জো রুট ও অধিনায়ক অইন মর্গ্যানকে আউট করতে পারেননি। একাধিক ক্যাচও ফস্কান ভারতীয় ফিল্ডাররা। রুট তাঁর ১৩ নম্বর ওয়ান ডে সেঞ্চুরি করে দলকে ম্যাচ জিতিয়ে দেন মর্গ্যানকে সঙ্গে নিয়ে। তাঁদের ১৮৬ রানের পার্টারশিপই ইংল্যান্ডকে জয় এনে দেয়।

বিরাট কোহালি

বিরাট কোহালি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০৪:১৪
Share: Save:

টানা ন’টি সিরিজ জেতার পরে থামল ভারতের বিজয় রথ। প্রায় ৩০ মাস পরে তা থামাল যারা, সেই ইংল্যান্ডের এটা টানা অষ্টম সিরিজ জয়। ২০১৬-য় অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পরে এটাই ভারতের প্রথম দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ হার। নেতৃত্বে আসার পরে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হেরে মঙ্গলবার অধিনায়ক বিরাট কোহালি স্বীকার করে নিলেন, ‘‘যাদের জয় প্রাপ্য ছিল, তারাই জিতেছে। আমরা আজ কখনও জেতার জায়গায় যেতে পারিনি।’’

ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচে জয়ের পরে টানা দু’টি ম্যাচে হার। মঙ্গলবার ভারতীয় বোলাররা জো রুট ও অধিনায়ক অইন মর্গ্যানকে আউট করতে পারেননি। একাধিক ক্যাচও ফস্কান ভারতীয় ফিল্ডাররা। রুট তাঁর ১৩ নম্বর ওয়ান ডে সেঞ্চুরি করে দলকে ম্যাচ জিতিয়ে দেন মর্গ্যানকে সঙ্গে নিয়ে। তাঁদের ১৮৬ রানের পার্টারশিপই ইংল্যান্ডকে জয় এনে দেয়।

ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহালি বলেন, ‘‘ইংল্যান্ডের মতো দলকে হারাতে গেলে আমাদের সেরা পারফরম্যান্স দেখাতেই হবে। ওদের বোলাররা ভাল বোলিং করেছে। বিশেষ করে স্পিনাররা।’’ তবে ব্যাটিং অর্ডার বদল ও দলে পরিবর্তনের সিদ্ধান্তকে সমর্থনই করেন ভারত অধিনায়ক। বলেন, ‘‘ব্যাটিং অর্ডার বদলে কোনও আফসোস নেই। ভেবেছিলাম দীনেশ ভাল খেলবে। কিন্তু ও শুরুটা ভাল করেও তা ধরে রাখতে পারল না। আসলে পরিবর্তন করে তা কাজে না এলে মনে হয়, এটার দরকার ছিল না। আর এই ধরনের ম্যাচগুলোই শিখিয়ে দেয়, কোন কোন জায়গায় উন্নতি করতে হবে।’’

বিশ্বকাপের আগে দলের মধ্যে ভারসাম্য আনতে চান কোহালি। তাঁর মতে, ‘‘বিশ্বকাপ শুরুর আগেই দলকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। সব বিভাগেই উন্নতি করতে হবে আমাদের।’’ সামনেই টেস্ট সিরিজ যা নিয়ে কোহালি বলছেন, ‘‘টেস্ট দল প্রায় তৈরিই আছে। দীর্ঘ সিরিজ। আমরা কঠোর ক্রিকেট খেলতে চাই। ইংল্যান্ডও নিশ্চয়ই সে রকমই খেলবে।’’

অন্য দিকে সিরিজ সেরা রুটও বলেন, ‘‘দুই দলই টেস্টে ভাল খেলছি। তাই সিরিজটা বেশ উত্তেজনাপূর্ণ হবে বলেই মনে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Cricket England
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE