Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ট্রফি দিতে চান ডং

ইস্টবেঙ্গলে পা দিয়েই ট্রফির স্বপ্ন দেখতে শুরু করে দিলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার ডু ডং হুন।

ক্লাব তাঁবুতে ট্রফির সামনে মুগ্ধ ডং। শুক্রবার। ছবি: উৎপল সরকার।

ক্লাব তাঁবুতে ট্রফির সামনে মুগ্ধ ডং। শুক্রবার। ছবি: উৎপল সরকার।

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ০৩:৩৬
Share: Save:

ইস্টবেঙ্গলে পা দিয়েই ট্রফির স্বপ্ন দেখতে শুরু করে দিলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার ডু ডং হুন। তবে তিনি যে পুরোপুরি ম্যাচ ফিট নন, সেটাও স্বীকার করে নিলেন তিনি। প্রাক্তন নর্থইস্ট ইউনাইটেডের মিডিও ডং শুক্রবার বিকেলে ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে বললেন, ‘‘ডিসেম্বরে শেষ ম্যাচ খেলেছি। তার পর আর কোনও ম্যাচ না খেললেও, এই ছ’মাস নিয়মিত ট্রেনিং চালিয়ে গিয়েছি। ম্যাচ ফিট হতে আরও কিছু দিন সময় লাগবে। আমি ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে চাই।’’ লাল-হলুদকে ট্রফি দেওয়াই অবশ্য একমাত্র লক্ষ্য নয় ডংয়ের। তাঁর লক্ষ্য গোল। মেসির ভক্ত ডংয়ের কথায়, ‘‘আমার স্বপ্ন, ইস্টবেঙ্গল ট্রফি জিতবে আর জিতবে আমার করা গোলে।’’ এ দিন সরকারিভাবে ডংয়ের হাতে লাল-হলুদ জার্সি তুলে দিলেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

east bengal korean footballer du dong hoon dong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE