Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Kuldeep Yadav

ধোনিকে মেজাজ হারাতে দেখে ভয় পান কুলদীপ

ঘটনাটা ২০১৭ সালের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০৩:৩৮
Share: Save:

সে দিন সত্যিই ভয় পেয়ে গিয়েছিলেন কুলদীপ যাদব। ভয় পাওয়ারই কথা। কেন না মহেন্দ্র সিংহ ধোনি নিজেই বলেছিলেন, ২০ বছরে সেই প্রথম বার মেজাজ হারিয়েছিলেন তিনি, ‘ক্যাপ্টেন কুল’।

ঘটনাটা ২০১৭ সালের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে। বাঁ-হাতি চায়নাম্যান বোলার কুলদীপকে বকেছিলেন ধোনি, তাঁর কথা না শোনার জন্য। ‘‘কুশল (পেরেরা) কভারের উপর দিয়ে একটা বাউন্ডারি মেরেছিল আমার বোলিংয়ে। ধোনি ভাই উইকেটের পিছন থেকে চিৎকার করে আমাকে ফিল্ডিং পাল্টাতে বলেছিল। কিন্তু আমি শুনিনি। পরের বলে কুশল আরও একটা বাউন্ডারি মেরেছিল রিভার্স সুইপে,’’ বলছিলেন কুলদীপ ‘ইনস্টাগ্রাম চ্যাট’-এ। এর পরে যা হল সেটা কুলদীপ কল্পনাও করতে পারেননি। তিনি বলেন, ‘‘ক্ষিপ্ত ধোনি ভাই এর পরেই আমার কাছে এসে বলল, ‘‘আমায় কি পাগল মনে হয়? তিনশো ওয়ান ডে ম্যাচ খেলেছি। আর তুই আমার কথা শুনছিস না।’’

এর পরে এতটাই ঘাবড়ে গিয়েছিলেন কুলদীপ যে, পরে টিমবাসে ধোনির কাছে গিয়ে তিনি ক্ষমা চান এবং জানতে চান অতীতে এ রকম ধোনি কখনও মেজাজ হারিয়েছিলেন কিনা। ‘‘ধোনি ভাইকে দেখে সে দিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ম্যাচের পরে আমি টিমবাসে ধোনি ভাইয়ের কাছে যাই, আর জানতে চাই এতটা আগে কখনও রেগে গিয়েছিল কি না? ধোনি ভাই জবাব দেয়, গত ২০ বছরে কখনও রাগিনি।’’

গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হেরে ভারতের ছিটকে যাওয়ার পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ধোনি। তাঁর এ বারের আইপিএলে মাঠে ফেরার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের জন্য আইপিএল অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গিয়েছে। যার ফলে ধোনি কবে ফের ভারতীয় দলে ফিরবেন বা আদৌ তিনি আর জাতীয় দলে সুযোগ পাবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যে প্রসঙ্গে এ দিনই আর এক প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বলেছেন, ‘‘দীর্ঘ সময় পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন সহজ কাজ নয়।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kuldeep Yadav Mahendra Singh Dhoni Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE