Advertisement
২৩ এপ্রিল ২০২৪
RCD Espanyol

ফের ত্রাতা সুয়ারেস, লিগ জয়ের দৌড়ে টিকে থাকল বার্সা

অবনমন বাঁচাতে মরিয়া এস্প্যানিয়লের বিরুদ্ধে ক্যাম্প ন্যু-তে প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বার্সা সমর্থকেরা।

উল্লাস: গোল করার পরে বিশেষ ভঙ্গি সুয়ারেসের। টুইটার

উল্লাস: গোল করার পরে বিশেষ ভঙ্গি সুয়ারেসের। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২০ ০৭:২৪
Share: Save:

ক্যাটালোনিয়া ডার্বি জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে খেতাবের দৌড়ে থাকল বার্সেলোনা। বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে এস্প্যানিয়লের বিরুদ্ধে গোল করে বার্সাকে জেতালেন লুইস সুয়ারেস।

৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে লা লিগা টেবলের শীর্ষ স্থানে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিয়োনেল মেসিরা। বার্সা সমর্থকেরা মনেপ্রাণে চাইছেন, শুক্রবার আলাভেসের বিরুদ্ধে জ়িনেদিন জ়িদানের দল যেন পয়েন্ট নষ্ট করে।

অবনমন বাঁচাতে মরিয়া এস্প্যানিয়লের বিরুদ্ধে ক্যাম্প ন্যু-তে প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বার্সা সমর্থকেরা। লা লিগায় খেতাবি দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হত মেসিদের। গোল না হওয়ায় উদ্বিগ্ন বার্সা ম্যানেজার কিকে সেতিয়েন দ্বিতীয়ার্ধের শুরুতেই নেলসন সেমেদোর পরিবর্তে মাঠে নামান আনসু ফাতিকে। কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার বিস্ময় বালক। এস্প্যানিয়লের কালেরো দার্দেরকে ফাউল করার জন্য ফাতিকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। তার পরে ভিডিয়ো অ্যাসিট্যান্ট রেফারি (ভার) প্রযুক্তির সাহায্য নিয়ে লাল কার্ড দেখান তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, বল দখলের লড়াইয়ের সময় ফাতি পা দিয়ে আঘাত করেছেন কালোরোর পায়ে। বার্সা শিবির রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। টিভিতে দেখা গিয়েছে, হাততালি দিয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন জেরার পিকে।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে দশ জন হয়ে যাওয়ার পরে রক্তচাপ আরও বেড়ে যায় সেতিয়েনের। যদিও ৫৩ মিনিটে এস্প্যানিয়লের পোল লোসানো একই ভাবে পিকে-কে ফাউল করে লাল কার্ড দেখেন। এক্ষেত্রেও ভার প্রযুক্তির সাহায্য নেন রেফারি। এ বার অবশ্য রেফারির সিদ্ধান্তের উচ্ছ্বসিত প্রশংসা করেন পিকে। হাততালি দিতে দিতে রেফারিকে বলেন, ‘‘পরিষ্কার লাল কার্ড ছিল।’’ তিন মিনিটের মধ্যেই পিকের এই চমকপ্রদ পরিবর্তন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ফুটবলবিশ্বে।

এস্প্যানিয়ল দশ জন হয়ে যাওয়ার তিন মিনিটের মধ্যেই গোল করে বার্সা শিবিরে স্বস্তি ফেরান সুয়ারেস। আঁতোয়া গ্রিজ়ম্যানের অসাধারণ ‘ব্যাক-হিল’ এস্প্যানিয়লের পেনাল্টি বক্সের মধ্যে ধরে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন মেসি। কিন্তু তা রক্ষণের প্রাচীরে প্রতিহত হয়ে বেরিয়ে আসে। এর পরেই ঠান্ডা মাথায় গোলে বল ঠেলে দেন সুয়ারেস। সেই সঙ্গে বার্সার তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও হলেন। বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলদাতা এই মুহূর্তে মেসি (৬৩০)। দ্বিতীয় স্থানে রয়েছেন রদ্রিগেস আলভারেস (২৩২)। বুধবার রাতে সুয়ারেস করলেন তাঁর ১৯৫তম গোল। ম্যাচের পরে সুয়ারেস বলেছেন, ‘‘সব চেয়ে গুরুত্বপূর্ণ ছিল, ম্যাচটা জিতে তিন পয়েন্ট অর্জন করা। আমরা সেটা করতে পেরেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RCD Espanyol Barcelona La Liga Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE