Advertisement
২৫ এপ্রিল ২০২৪

না থেকেও ফের রাজস্থান ক্রিকেটের মাথায় ললিত মোদীই

তিনি আছেন। তিনি থাকবেন। সে ভারতীয় ক্রিকেট বোর্ড যাই করুক না কেন। সেটা আবার প্রমান করলেন বিসিসিআই থেকে নির্বাসিত প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৫ ১৪:১৫
Share: Save:

তিনি আছেন। তিনি থাকবেন। সে ভারতীয় ক্রিকেট বোর্ড যাই করুক না কেন। সেটা আবার প্রমান করলেন বিসিসিআই থেকে নির্বাসিত প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী। রাজস্থান ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তাঁর থেকে যাওয়া প্রায় নিশ্চিত। বিজেপি নেতা তথা আরসিএ-র সহ-সভাপতির সমর্থন পেতেই মোদীর চেয়ার নিশ্চিত হয়ে যায়। আগে তিনি অনাস্থা প্রস্তাব এনেছিলেন মোদীর বিরুদ্ধে। কিন্তু তিনি ১৮০ ডিগ্রি ঘুরে যেতেই মোদীর রাস্তা পরিষ্কার হয়ে যায়। আইপিএল-এ টাকার নয়-ছয় থেকে শুরু করে গড়াপেটারও পর্যন্ত অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যার ফলে তাঁকে নির্বাসিত করে বিসিসিআই।

বুধবারই সরকারিভাবে মোদীর নাম ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই খবর আসতেই তিনি টুইট করে বলেন, ‘‘আমি আবার রাজস্থানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে মুখিয়ে রয়েছি।’’ ২০১৫র মে মাসে আরসিএকে নির্বাসিত করে বিসিসিআই। কারণ ছিল মোদির সভাপতি হয়ে যোগ দেওয়া। মোদীর আবার ফিরে আসা দুই ক্রিকেট বোর্ডের মধ্যের সমস্যা যে বাড়াবেই তাতে কোনও সন্দেহ নেই। অনাস্থা তুলে নেওয়ার পর পাঠান জানান, তিনি যা করেছেন সেটা রাজস্থান ক্রিকেটের স্বার্থে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lalit modi cricket bcci
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE