Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Leander Paes

নামতে চান টোকিয়ো অলিম্পিক্সে, অবসর পিছিয়ে দেওয়ার ভাবনা লি-র

১৯৯২ সালের বার্সেলোনা গেমস থেকে অলিম্পিক্সের আসরে লি। ১৯৯৬ সালের আটলান্টায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।

টোকিয়ো অলিম্পিক্সে কি দেখা যাবে লিয়েন্ডারকে? — ফাইল চিত্র।

টোকিয়ো অলিম্পিক্সে কি দেখা যাবে লিয়েন্ডারকে? — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ১৯:৩২
Share: Save:

তিনি আগেই জানিয়েছিলেন, ২০২০ সালেই র‌্যাকেট তুলে রাখবেন। চেয়েছিলেন টোকিয়ো অলিম্পিক্স খেলতে। কিন্তু করোনার জেরে অলিম্পিক্সই এখন পিছিয়ে যেতে চলেছে। লিয়েন্ডার পেজও তাই অবসর পিছিয়ে দিতে চাইছেন।

১৯৯২ সালের বার্সেলোনা গেমস থেকে অলিম্পিক্সের আসরে লি। ১৯৯৬ সালের আটলান্টায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে নামলে অষ্টমবার অলিম্পিক্সে নামবেন এই তারকা।

কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মেগা ইভেন্ট এক বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিকে। তারাও আবের আবেদনে সাড়া দিয়েছে। ফলে দেওয়াললিখন স্পষ্ট টোকিয়ো অলিম্পিক্স পিছিয়ে যাচ্ছে। লি চাইছেন অলিম্পিক্সে নামতে। তাই অবসর পিছিয়ে দেওয়ার ভাবনায় তিনি।

আরও পড়ুন: করোনা-যুদ্ধে সাহায্য আফ্রিদির, টুইটারে প্রশংসা হরভজনের​

আরও পড়ুন: দুঃস্থদের পাশে সৌরভ, ৫০ লক্ষ টাকার চাল বিতরণ করবেন মহারাজ​

এক সাক্ষাৎকারে লিয়েন্ডার বলেছেন, ‘‘বাবা চান আমি আরও কয়েকদিন খেলি। আমি যদি একবার অবসর গ্রহণ করে ফেলি তা হলে আর ফিরে আসব না টেনিস কোর্টে। এটাও জানেন বাবা। তাই আমাকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলছেন।’’

লি বলছেন, তাঁর ফিটনেস ঠিক জায়গাতেই রয়েছে। সেই কারণেই আরও একবার নেমে পড়তে চাইছেন অলিম্পিক্সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leander Paes Tokyo Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE