Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বেকেনবাউয়ার হয়তো ফাইনালে

ফাইনালের আগে কলকাতায় ফিফা কাউন্সিলের সভা আছে। সেখানে বেকেনবাউয়ারের যোগ দেওয়ার কথা। তিনি হয়তো আসবেন ২৫ অক্টোবর।

অতিথি: ফ্রান্ৎজ বেকেনবাউয়ার

অতিথি: ফ্রান্ৎজ বেকেনবাউয়ার

রতন চক্রবর্তী
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ০৩:৪৬
Share: Save:

বিশ্ব ফুটবলের কিংবদন্তি ফ্রান্‌ৎজ বেকেনবাউয়ার আসতে পারেন কলকাতায়। তবে তিনি কোনও প্রদর্শনী ম্যাচ খেলতে আসছেন না। যুবভারতীতে ২৮ অক্টোবর অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে তাঁকে দেখা যেতে পারে ফিফার মঞ্চে।

পেলে, মারাদোনা, বেবেতো, গার্ড মুলার, অলিভার কান, লিওনেল মেসি, জিকো, রজার মিল্লা-সহ বহু তারকা এসেছেন কলকাতায়। কেউ খেলেছেন, কেউ খেলেননি। কেউ এসেছেন কোচ হয়ে। অলিভার কান এসেছিলেন জীবনের শেষ ম্যাচ খেলতে। দিল্লিতে ফেডারশনের এক শীর্ষকর্তা সোমবার বললেন, ‘‘ভারতে প্রথম হওয়া বিশ্বকাপে সেই অর্থে কোনও বড় তারকা আসেননি। আমরা চেয়েছিলাম এমন একজনকে যাকে এক ডাকে ফুটবল বিশ্ব চেনে। ওরা জানিয়েছে, বেকেনবাউয়ার প্রাথমিকভাবে আসতে রাজি হয়েছেন। তবে চূড়ান্ত চিঠি এখনও আসেনি।’’ যে-হেতু জার্মানির অনেক ফুটবলারই কলকাতায় এসেছেন, তাই বেকেনবাউয়ার নিয়ে আগ্রহ থাকবে বলেই মনে করেন ফেডারেশন কর্তারা। তবে বায়ার্ন মিউনিখকে বহু ট্রফি জেতানো বেকেবাউয়ারের হাত দিয়ে চ্যাম্পিয়নকে ট্রফি দেওয়া হবে কি না, তা জানাতে পারেননি ফেডারেশন কর্তারা। কর্তাটি বলে দিয়েছেন, ‘‘ওটা আমাদের হাতে নেই। সেটা ঠিক করবে ফিফা।’’

আরও পড়ুন: আজ কোরিয়ার রক্ষণাত্মক ছকই চিন্তা ব্রাজিলের

জানা গিয়েছে, ফাইনালের আগে কলকাতায় ফিফা কাউন্সিলের সভা আছে। সেখানে বেকেনবাউয়ারের যোগ দেওয়ার কথা। তিনি হয়তো আসবেন ২৫ অক্টোবর।

এ দিকে সোমবারও নেহরু স্টেডিয়াম কিছুটা ভর্তি করানো হল হরিয়ানা থেকে স্কুল ছাত্রদের এনে। দিল্লির স্কুলগুলিকে টিকিট না দেওয়ায় তীব্র ক্ষোভ রয়েছে দিল্লিবাসীর। কেন বিশ্বকাপকে রাজনীতির মঞ্চ হিসাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে সমালোচনা হচ্ছে। গ্যালারিতে পানীয় জল ও বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঝামেলা তীব্র হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE