Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Cricket

এশিয়া কাপের মর্যাদার ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে গুঁড়িয়ে ভারতের সহজ জয়

পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে সফলতম দল ভারতই। মোট ছয় বার এই প্রতিযোগিতা জিতেছে ভারত। পাকিস্তান অন্য দিকে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র দু’বার।

পাক বোলারদের বিরুদ্ধে স্বমূর্তিতে রোহিত শর্মা। ছবি: এএফপি।

পাক বোলারদের বিরুদ্ধে স্বমূর্তিতে রোহিত শর্মা। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০২
Share: Save:

দুশোও এল না। ১৬২ রানে শেষ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। পুরো ৫০ ওভারও খেলতে পারল না সরফরাজ আহমেদের দল। ৪৩.১ ওভারে দাঁড়ি পড়ল ইনিংসে। জয়ের রান তুলতে এলে ধরে খেলার নীতি নেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধওয়ন। সিঙ্গলস নিয়ে স্কোরবোর্ড সচল রাখা ছাড়াও মাঝে মধ্যে চার-ছয়ও বার হল রোহিত-শিখরের ব্যাট থেকে। তবে ৮৬ রান করার পর ভারতের প্রথম উইকেট পড়ে যায়। অর্ধশতরান করে শাদাব খানের বলে বোল্ড হয়ে ফিরে যান রোহিত। এর পর ৪৬ রানে ফিরে যান শিখরও। তবে অম্বাতি রায়ডু এবং দীনেশ কার্তিকের ব্যাটে ভর করে সহজেই জয়ী হল ভারত।

ম্যাচের গোড়া থেকেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে তিন রানে পড়ে গিয়েছিল দুই উইকেট। মাঝখানে তৃতীয় উইকেটে বাবর আজম ও শোয়েব মালিক ৮২ রান যোগ করেছিলেন। কিন্তু, আজম (৪৭) ফিরতেই ভাঙন ধরল ইনিংসে। ৭৭ রানের মধ্যে পড়ল শেষ আট উইকেট। বাবর ছাড়া রান পেলেন শুধু শোয়েব মালিক (৪৩)। ভারতের সফল বোলার হলেন ভুবনেশ্বর কুমার (৩-১৫) ও কেদার যাদব (৩-২৩)।

পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে সফলতম দল ভারতই। মোট ছয় বার এই প্রতিযোগিতা জিতেছে ভারত। পাকিস্তান অন্য দিকে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র দু’বার। এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১২ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ছ’বার। হেরেছে পাঁচ বার। একবার ম্যাচের নিষ্পত্তি হয়নি। এশিয়া কাপে শেষ সাক্ষাতেও জিতেছে ভারত। ২০১৬ সালে ভারত পাঁচ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে।

ভারতীয় বোলারদের দাপটে ১৬২-তেই শেষ পাকিস্তান। ছবি: এএফপি।

• পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ভারতের জয়।

• জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৩৮ বলে ১৪ রান।

• ব্যাট করতে এলেন দীনেশ কার্তিক।

• ভারতের রান ১০৭-২।

• শিখরের উইকেট নিলেন ফাহিম আশরাফ।

• ব্যক্তিগত ৪৬ রানে প্যাভিলিয়নে ফিরলেন শিখর।

• আউট! রোহিতের পর এ বার আউট হলেন শিখর ধওয়ন।

• ব্যাট করতে নামলেন অম্বাতি রায়ডু।

• ৩৯ বলে ৫২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত।

• আউট! শাদাবের প্রথম বলেই রোহিতের লেগস্টাম্প উপড়ে গেল।

• ১৩ ওভারের পর ভারতের রান ৮৬-০।

• ফের চার এল রোহিতের ব্যাট থেকে।

• ভারতের রান ১২.৩ ওভারে ভারতের রান ৮২-০।

• হাসান আলির বলে পুল শটে ছয় মারলেন রোহিত শর্মা।

• ১০ ওভারের শেষে ভারতের রান ৫৮-০।

• ফ্রি-হিটে বিশাল ছয় এল রোহিতের ব্যাট থেকে।

• নো-বল করলেন উসমান খান। ভারতের ফ্রি-হিট।

• ভারতীয় ইনিংসে প্রথম ছয় হাঁকাসেন রোহিত।

• পাঁচ ওভারের শেষে ভারতের রান ১৫-০।

• রোহিতের মতোই শিখরের ব্যাটের ছুঁয়ে বাউন্ডারি পেরল আরও একটি চার।

• দ্বিতীয় ওভারে রোহিতের ব্যাট থেকে ভারতের প্রথম চার।

• প্রথম ওভারের শেষে ভারতের রান ২।

• ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন শিখর ধওয়ন এবং রোহিত শর্মা।

• পাকিস্তানের হয়ে বল করছেন মহম্মদ আমির।

• ১৬২ রানে শেষ হল পাকিস্তানের ইনিংস। উসমান খানের শেষ উইকেট নিলেন বুমরা।

• ১৬০ রানে পড়ল পাকিস্তানের নবম উইকেট। ভুবির তৃতীয় শিকার হলেন হাসান আলি। ক্যাচ ধরলেন দীনেশ কার্তিক।

• ১৫৮ রানে পড়ল পাকিস্তানের আট উইকেট। বুমরার বলে ফিরলেন ফাহিম আশরাফ। ভাঙল মহম্মদ আমেরের সঙ্গে আশরাফের ৩৭ রানের জুটি।

• ফের আঘাত হানলেন কেদার। তাঁর বলে ধোনি স্টাম্পড করলেন শাদাব খানকে। ৩৩ ওভারে পাকিস্তান ১২১-৭।

• কেদার যাদবের বলে আউট আসিফ আলি। ক্যাচ ধরলেন ধোনি। ২৯ ওভারে পাকিস্তান ১১০-৬।

• রান আউট হলেন শোয়েব মালিক। রায়াডুর সরাসরি থ্রোয়ে ফিরলেন তিনি। ২৭ ওভারে পাকিস্তান ১০০-৫।

• দুরন্ত ক্যাচ নিলেন পরিবর্ত ফিল্ডার হিসেবে নামা মণীশ পাণ্ডে। কেদার যাদবের বলে পাক অধিনায়ক সরফরাজ আহমেদের ক্যাচ ওয়াইড লং অনে অবিশ্বাস্য দক্ষতায় নিলেন তিনি। ২৪.৫ ওভারে পাকিস্তান ৯৬-৪।

• শোয়েব মালিকের ক্যাচ কোথায় আসছে, কুলদীপের বলে ডিপ মিড উইকেটে বুঝতেই পারলেন না ভুবি। শোয়েবের তখন ৩৭ রান।

• কুলদীপের গুগলিতে বোল্ড বাবর আজম। ৪৭ রানে ফিরলেন তিনি। ২১.৩ ওভারে পাকিস্তান ৮৫-৩।

• পায়ে টান। স্ট্রেচারে করে বেরিয়ে গেলেন হার্দিক। ওভার শেষ করতে পারলেন না তিনি।

• ক্যাচ ফেললেন ধোনি। হার্দিকের বলে শোয়েবের খোঁচা ডান হাতে নিয়েও রাখতে পারলেন না। ১৬ ওভারে পাকিস্তান ৬০-২।

• ১৪ ওভারে ৫০ হল পাকিস্তানের। দুই উইকেট পড়ার পর দলকে টানছেন বাবর আজম ও শোয়েব মালিক।

• তিন রানে দুই উইকেট। ফিরে গেলেন ফখর জামানও। তাঁর উইকেটও নিলেন ভুবি। ক্যাচ নিলেন চাহাল।

• পড়ল পাকিস্তানের প্রথম উইকেট। তৃতীয় ওভারে ভুবির প্রথম বলে মহেন্দ্র সিংহ ধোনিকে ক্যাচ দিলেন ইমাম।

• পাকিস্তানের হয়ে ওপেন করছেন ইমাম-উল-হক ও ফখর জামান। ভারতের হয়ে প্রথম ওভার করছেন ভুবনেশ্বর কুমার।

• পরিবর্তে দলে এলেন হার্দিক পান্ড্য ও জশপ্রীত বুমরা।

• হংকং ম্যাচের দল থেকে বাদ পড়লেন শার্দুল ঠাকুর ও খলিল আহমেদ।

• ভারতীয় দলে নেই লোকেশ রাহুল।

• টস জিতে ব্যাটিং নিল পাকিস্তান।

আরও পড়ুন: খলিল কি আজ ভারত-পাকিস্তান মহারণের নায়ক হয়ে উঠবেন?​

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির বদলা নিতে মরিয়া রোহিতরা, দেখে নিন শেষ এক ডজন সাক্ষাতের কী ফল

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর পাকিস্তান খেলেছে মাত্র ১৫ ওয়ানডে। তাতে জিতেছে ১০টিতে। হার পাঁচটিতে। ভারত এই সময়ে খেলেছে ৩১ ওয়ানডে। জয় ২৩টিতে। হার আটটিতে। তবে ভারত এশিয়া কাপে বিশ্রাম দিয়েছে অধিনায়ক বিরাট কোহালিকে। দলের পয়লা নম্বর ব্যাটসম্যান না থাকা অবশ্যই ব্যাটিং অর্ডারের কাছে চাপ। আবার এটা বাকিদের কাছে নিজেকে চেনানোর সুযোগও।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE