Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Liverpool

ছোটদের নিয়েই এফএ কাপে জয় লিভারপুলের

লিভারপুল জিতল রো-শন উইলিয়ামসের আত্মঘাতী গোলে।

স্রেসবারির বিরুদ্ধে জয়ের পর।—ছবি এএফপি।

স্রেসবারির বিরুদ্ধে জয়ের পর।—ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪৭
Share: Save:

লিভারপুলের সব চেয়ে কম বয়সিদের দলও দিব্যি বার করে নিচ্ছে ম্যাচ । মঙ্গলবার এফএ কাপের খেলায় য়ুর্গেন ক্লপের লিভারপুল ১-০ হারিয়ে দিল স্রেসবারিকে। পেয়ে গেল ঐতিহ্যশালী টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে টিকিট। ক্লপ নিজেও মাঠে ছিলেন না। প্রথম দলের একজনও খেলেননি। সম্প্রতি ক্লপ সমালোচনায় পড়েন, এফএ কাপকে অসম্মান করার অভিযোগে। জার্মান কোচ অবশ্য সে সবকে পরোয়া করছেন না।

লিভারপুল জিতল রো-শন উইলিয়ামসের আত্মঘাতী গোলে। গোল হল খেলার শেষ লগ্নে। শেষ ষোলোয় লিভারপুলের সামনে চেলসি। ক্লপ মঙ্গলবারের ম্যাচে দলের দায়িত্ব দেন অনূর্ধ্ব ২৩-এর কোচ নিল ক্রিশলেকে। ম্যাচে লিভারপুলের নতুন প্রজন্মকে প্রত্যক্ষ করার সুযোগ পেলেন সমর্থকেরা। দলের গড় বয়স ১৯ বছর ১০২ দিন। আগে কখনও এত কম বয়সিদের নিয়ে সিনিয়রে ম্যাচ খেলেনি ‘দ্য রেডস’। সব চেয়ে কম বয়সি হার্ভে এলিয়ট ষোলোয় পা রেখেছেন। আর সব চেয়ে বয়স্ক পেদ্রো চিরিভেলার বয়স ২২। নেতৃত্ব দেন কার্টিস জোন্স। তাঁর বয়স ১৯ বছর ৫ দিন। এত কম বয়সে এর আগে লিভারপুলের সিনিয়র দলকে কেউ নেতৃত্বও দেননি। ক্রিশলে জানিয়েছেন, ম্যাচ শেষ হতেই তিনি ক্লপকে ফোন করেন। জার্মান ম্যানেজার মঙ্গলবারের জয়ে দারুণ খুশিও।

পিএসজি-র জয়: ফরাসি লিগ ওয়ানে মঙ্গলবার প্যারিস সাঁ জারমাঁ ২-১ হারাল নাঁতেকে। পিএসজির হয়ে গোল করলেন মাউরো ইকার্ডি ও থিলো কেহরার। ৬৮ মিনিটে একটি গোলটি শোধ করেন মোজেস সিমন। পাঁজরে চোট লাগায় নেমার জুনিয়রকে খেলাননি পিএসজি ম্যানেজার থোমাস টুহেল। কোচের সঙ্গে ঝামেলায় জড়ালেও কিলিয়ান এমবাপে খেললেন। অবশ্য খুব ভাল তিনি খেলতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Liverpool FA Cup Shrewbury Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE