Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ম্যান ইউ ম্যাচের প্রস্তুতি সেরে নিতে চান ক্লপ

অ্যানফিল্ড গ্রাউন্ডে মঙ্গলবার রাতে পোর্তোর বিরুদ্ধে পূর্ণ শক্তির দলই নামাবেন তিনি। ব্রিটিশ মিডিয়ার দাবি, ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ইপিএল টেবলের দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ সালাহ‌্-রা।

প্রস্তুতি: এফসি পোর্তো ম্যাচের আগে অনুশীলনে সালাহ-রা। ফাইল চিত্র

প্রস্তুতি: এফসি পোর্তো ম্যাচের আগে অনুশীলনে সালাহ-রা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ০৩:৫৩
Share: Save:

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে লিভারপুলের প্রতিপক্ষ এফসি পোর্তো। অথচ ম্যানেজার য়ুর্গেন ক্লপের ভাবনায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচ!

প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচে পোর্তো-কে ৫-০ উড়িয়ে শেষ আটে খেলা কার্যত নিশ্চিত করে ফেলেছে লিভারপুল। কারণ, পোর্তো-কে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে লিভারপুলের বিরুদ্ধে মঙ্গলবার ৬-০ জিততে হবে। ফুটবল পণ্ডিতদের মতে যা অসম্ভব। এই পরিস্থিতিতে অধিকাংশ ম্যানেজার প্রথম দলের ফুটবলারদের বিশ্রাম দেওয়ার পথে হাঁটেন। বিশেষ করে পরের ম্যাচ যখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো দলের বিরুদ্ধে। ব্যতিক্রম ক্লপ।

অ্যানফিল্ড গ্রাউন্ডে মঙ্গলবার রাতে পোর্তোর বিরুদ্ধে পূর্ণ শক্তির দলই নামাবেন তিনি। ব্রিটিশ মিডিয়ার দাবি, ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ইপিএল টেবলের দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ সালাহ‌্-রা। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জোসে মোরিনহোর দল। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট ম্যান ইউনাইটেডের। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে তাই কোনও ঝুঁকি নিতে চান না লিভারপুল ম্যানেজার। পোর্তোর বিরুদ্ধেই ম্যান ইউনাইটেড ম্যাচের প্রস্তুতি সেরে ফেলতে চান তিনি। ক্লপ অবশ্য বলেছেন, ‘‘বিশ্রামটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে হারের পর পোর্তো কিন্তু সব ম্যাচ জিতেছে। অ্যানফিল্ডে ওরা দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াতেই পারে।’’ এখানেই শেষ নয়। ক্লপ যোগ করেছেন, ‘‘কেউ যদি মনে করে ওরা সেরা ফুটবলারদের দলের সঙ্গে না এনে আমাদের সহজে জিততে দেবে, ভুল করবে। চ্যাম্পিয়ন্স লিগ সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা দেখে। তাই অ্যানফিল্ডে পোর্তোর ফুটবলাররা জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে।’’

সালাহ‌‌্-সাদিও মানে ও ফির্মিনহো ত্রিফলা পোর্তোর বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে শুরুতেই ঝড় তুলেছিলেন। হ্যাটট্রিক করেছিলেন মানে। একটি করে গোল করেন সালাহ‌্ ও ফির্মিনহো। মঙ্গলবার ঘরের মাঠে পোর্তো-কে হারাতে ক্লপের ভরসা লিভারপুল ত্রয়ী। সুস্থ হয়ে উঠেছেন জিনি রাইনালডাম ও বেন উডবার্ন। যদিও প্রথম পর্বের ফল মনে রাখতে চান না ক্লপ। তিনি বলেছেন, ‘‘প্রথম পর্বের ম্যাচ দারুণ ভাবে জিতেছি ঠিকই। কিন্তু তার জন্য এই ম্যাচে ওদের একেবারেই হাল্কা ভাবে নিচ্ছি না। শনিবার আমাদের ম্যাচ আছে। তাই সতর্ক থাকতে হবে।’’ ক্লপের সঙ্গে একমত জেমস মিলনার-ও। লিভারপুল মিডফিল্ডার বলেছেন, ‘‘প্রতি মুহূর্তে আমরা উন্নতি করছি। আমরা যে পরের রাউন্ডে উঠতে পারি, এই বিশ্বাসটা অত্যন্ত জরুরি।’’

পোর্তো ম্যানেজার সের্জিও কনসেসাও কিন্তু একেবারেই স্বস্তিতে নেই। তাঁর উদ্বেগ বাড়িয়েছে ফুটবলারদের চোট-আঘাত। চোটের কারণে টিকিন সোয়ারেস, মুসা মারেগা ও আলেক্স টেলসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রথম পর্বের ম্যাচে পাঁচ গোলে হারের পর কনসেসাও বলেছিলেন, ‘‘আমরা শুরুটা কিন্তু খারাপ করিনি। কুড়ি মিনিটের মধ্যেই গোল করা সুযোগ পেয়েছিলাম। কিন্তু লিভারপুলের আক্রমণাত্মক ফুটবলের ধাক্কায় আমরা ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিলাম। চেষ্টা করব দ্বিতীয় পর্বের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’’

চ্যাম্পিয়ন্স লিগ: লিভারপুল বনাম এফসি পোর্তো (রাত ১.১৫, সোনি সিক্স চ্যানেলে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Liverpool FC Porto Football UEFA Champions League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE