Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

অগস্টের আগে ফিরতে পারছেন না লোকেশ রাহুল

অগস্টে শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন ওপেনার লোকেশ রাহুল। চোটের জন্য খেলতে পারেননি আইপিএল-এ। খেলতে পারছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় হাতে চোট পান তিনি। কিন্তু সেই চোট নিয়েই পুরো সিরিজ খেলেন এই ওপেনার।

লোকেশ রাহুল। ছবি: সংগৃহীত।

লোকেশ রাহুল। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ১৮:২০
Share: Save:

অগস্টে শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন ওপেনার লোকেশ রাহুল। চোটের জন্য খেলতে পারেননি আইপিএল-এ। খেলতে পারছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় হাতে চোট পান তিনি। কিন্তু সেই চোট নিয়েই পুরো সিরিজ খেলেন এই ওপেনার। সিরিজের শেষ তাঁর নামের পাশে লেখা ছিল মোট ৩৯৩ রান। গড় ৬৫.৫০।

এর পরই লন্ডনে তাঁর চোটের জায়গায় অস্ত্রোপচার হয়। তখন থেকেই খেলার বাইরে তিনি। যে কারণে পর পর মিস হয়েছে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে আশা করা হচ্ছে অগস্টে পাওয়া যাবে লাহুলকে। তিনি বলেন, ‘‘অস্ত্রোপচার হয়েছে মাত্র একমাসই হল। আরও কিছুটা সময় লাগবে। দু’মাস তো লাগবেই পুরো সুস্থ হতে। তার পর ফিটনেসের উপর কাজ করতে হবে যাতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারি। আমার লক্ষ্যে অগস্ট। শ্রীলঙ্কা সিরিজে হয়তো ফিরতে পারি।’’

আরও খবর: ‘লাখ লাখ টাকা রোজগার করে ওরা, বিমানে ফিরতে পারত না কি?’

একজন নিয়মিত ক্রিকেটারের এ ভাবে বাড়িতে বসে থাকাটা খুব কষ্টের। হতাশ লাগে। আমার জন্য এই সময়টা চ্যালেঞ্জিং। আইপিএল-এ বেঙ্গালুরু দলে ছিলেন তিনি। এই মরসুমে সব থেকে খারাপ অবস্থা তাদেরই। গত বছর বেঙ্গালুরুর সাফল্যে বড় ভূমিকা নিয়েছিলেন লোকেশ। এ বার ছিলেন না। দলের এই হতাশাজনক পারফর্মেন্সে তিনি নিজেও হতাশ। বলেন, ‘‘যারা এ বছর খেলেছে তাদের জন্য এই ফল খুব হতাশার। তবে এটা খেলা। সব দলেরই ভাল ও খারাপ সময় আসে।’’

এখান থেকেও শিক্ষা নেওয়ার কথা বলেছেন তিনি। সঙ্গে এও বলেছেন, যে ভাবে একজন ক্রিকেটারেরও সব ম্যাচ খেলা হয় না তেমনই দলের ক্ষেত্রেও সব সময় সাফল্য নাও আসতে পারে। বলেন, ‘‘আমি ক্রিকেটকে মিস করছিল। আইপিএল-এ খেলতে পারলাম না। চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারলাম না। এটা খুব হতাশার। আমি নিজের দ্রুত সুস্থ হয়ে ওটার পিছনে কাজ করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lokesh Rahul Cricket Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE