Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পোগবার সমর্থনে সওয়াল সুয়ারেসের

পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টারে ফিরে গত দুই মরসুম নানা উত্থান-পতনের মধ্য দিয়ে কাটিয়েছেন পল পোগবা। দলের ম্যানেজার জোসে মোরিনহোর সঙ্গেও তাঁর সম্পর্ক অম্ল-মধুর।

লুইস সুয়ারেস। ছবি: রয়টার্স।

লুইস সুয়ারেস। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৬
Share: Save:

স্পেনের ক্লাব বার্সেলোনায় তিনি সব সময় স্বাগত। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সেই পল পোগবা বার্সেলোনায় এলে অনেক বেশি ট্রফি জেতার সুযোগ পাবেন। বলছেন, গত বছরের লা লিগা জয়ী স্পেনের ক্লাবের এই তারকা ফুটবলার লুইস সুয়ারেস।

পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টারে ফিরে গত দুই মরসুম নানা উত্থান-পতনের মধ্য দিয়ে কাটিয়েছেন পল পোগবা। দলের ম্যানেজার জোসে মোরিনহোর সঙ্গেও তাঁর সম্পর্ক অম্ল-মধুর। বিশ্বকাপে তাঁর দেশে ফ্রান্সের হয়ে খেলার সময়েই পোগবাকে সেরা ছন্দে দেখা গিয়েছে গত দুই বছরে। সেখানে তাঁর দাপটেই লুইস সুয়ারেসের উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে ছিটকে গিয়েছিল বিশ্বকাপ থেকে।

২০১৩ সালে ম্যান ইউ ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পরে ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিক সাফল্য নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। কিন্তু এই সময়ের মধ্যে তিন বার লা লিগা ও এক বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বার্সেলোনা। সেই পরিসংখ্যান মনে করিয়ে সুয়ারেস বলছেন, ‘‘পোগবা এমন এক জন সেরা ফুটবলার, যে সব ট্রফি জিতেছে। পাশাপাশি, আমরাও এ রকম সেরা একজন ফুটবলারকে দলে চাই। কারণ ম্যান ইউ-এর অন্যতম সেরা ফুটবলার পোগবা। ও আমাদের দলে এলে আরও অনেক বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবে। বার্সেলোনায় স্বাগত পোগবা।’’

গত পাঁচ বছরে মাত্র একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বার্সেলোনা। আন্দ্রে ইনিয়েস্তা গত মরসুমে অবসরের পরে ফের নতুন ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া সুয়ারেসের ক্লাব। তাই পোগবাকে দলে পেতে চাইছে স্পেনের এই ক্লাবটি। এমনই ধারণা ফুটবল বিশেষজ্ঞদের। বিশ্বকাপে সাফল্য পাননি লিয়োনেল মেসি। সেই প্রসঙ্গ উঠলে এ দিন সুয়ারেস বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে ব্যর্থতার পরে আসন্ন মরসুমকেই পাখির চোখ করছে লিয়ো। বিশ্বকাপ কেউ একা জেতাতে পারে না। সেই সাফল্য পেতে গেলে লিয়োর মতো সম দক্ষতার আরও দশজনকে দলে দরকার। কারণ ফুটবল সব সময়েই একটা দলগত খেলা। তা কখনও ব্যক্তিগত দ্বৈরথ নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE