Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Football

ব্যাক হিলে করা অসাধারণ এই গোলটিকে জীবনের সেরা বলছেন সুয়ারেজ

বার্সার প্রাণভোমরার হ্যাটট্রিকের দিনেই জীবনের সেরা গোলটা করেছেন লুইস সুয়ারেজ।

সুয়ারেজের সেই গোল। ছবি—রয়টার্স।

সুয়ারেজের সেই গোল। ছবি—রয়টার্স।

সংবাদ সংস্থা
বার্সেলোনা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৩
Share: Save:

লিয়োনেল মেসি হ্যাটট্রিক করে ছাপিয়ে গেলেন চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ‘সিআর ৭’-এর হ্যাটট্রিক সংখ্যা ৩৪টি। মেসির ৩৫টি। ‘এলএম ১০’-এর হ্যাটট্রিকে বার্সা ৫-২ হারায় মায়োরকাকে। মেসির হ্যাটট্রিক নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র।

বার্সার প্রাণভোমরার হ্যাটট্রিকের দিনেই জীবনের সেরা গোলটা করেছেন লুইস সুয়ারেজ। উরুগুয়ান তারকা স্বয়ং এই গোলটাকে নিজের কেরিয়ারের সেরা বলে উল্লেখ করেছেন। কী ভাবে গোল করলেন বার্সার ৯ নম্বর জার্সিধারী? সুয়ারেজের ব্যাক হিলে গোলটার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে পাসের মালা গাঁথে বার্সেলোনা। সুয়ারেজের গোলটার ক্ষেত্রেও তেমনই ঘটেছিল। নিজেদের মধ্যে একাধিক পাস খেলেন বার্সার প্লেয়াররা। মায়োরকার ফুটবলাররা তখন নিজেদের গোলের সামনে পায়ের জঙ্গল তুলে দিয়েছেন। কিন্তু, বার্সা তো অন্য গ্রহের ফুটবল খেলে।

আরও পড়ুন: লা লিগায় ৩৫ নম্বর হ্যাটট্রিক! রোনাল্ডোকে টপকে গেলেন মেসি

পাসের বিচ্ছুরণে মায়োরকার ডিফেন্সকে সম্মোহীত করে সুয়ারেজের উদ্দেশে বল বাড়ান ডি জং। ব্যাক হিলে গোল করেন সুয়ারেজ। মায়োরকার গোলকিপার রেইনার নাগাল এড়িয়ে বল জালে জড়িয়ে যায়। ব্যাক হিল করার পরে বলের গতিপথও আর দেখেননি সুযারেজ। হয়তো বুঝে গিয়েছিলেন ব্যাকহিল আশ্রয় নেবে মায়োরকার জালে। আর সেটাই হয়েছে।

আরও পড়ুন: ‘এ ভাবে ম্যাচ জেতালে এমন পাম্প-আপ সেলিব্রেশন তো করতেই পারে’​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barcelona Luis Suarez
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE