Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Mahela Jayawardene

রোহিত মন দেয় প্রস্তুতিতে: মাহেলা

রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের অন্যতম সফল দল। এই প্রতিযোগিতায় রেকর্ড চার বারের চ্যাম্পিয়ন তারা

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০৬:০১
Share: Save:

অধিনায়ক রোহিত শর্মার বিশেষ গুণের প্রশংসা করলেন আইপিএলে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে। নেতা রোহিত সম্পর্কে তাঁর মূল্যায়ন, মাঠের মধ্যে রোহিতকে দেখে আবেগপ্রবণ মনে হতে পারে। কিন্তু খেলার সময় ওর প্রতিটি সিদ্ধান্তই আগাম তথ্য বিশ্লেষণের ভিত্তিতে নেওয়া।

উল্লেখ্য, রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের অন্যতম সফল দল। এই প্রতিযোগিতায় রেকর্ড চার বারের চ্যাম্পিয়ন তারা।

খেলা সংক্রান্ত একটি টিভি চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে জয়বর্ধনে এই প্রসঙ্গে বলেছেন, ‘‘নিশ্চিত ভাবেই রোহিত একজন আবেগপ্রবণ নেতা। মনে হতে পারে, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু পাশাপাশি, ও সব সময়ে বিপক্ষ সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে মাঠে নামে। আমার মতে, এটাই ওর বড় শক্তি।’’

সাদা বলে ভারতীয় দলের সহ-অধিনায়ক, মুম্বইয়ের এই ক্রিকেটার সম্পর্কে জয়বর্ধনে আরও বলেন, ‘‘রো (এই নামেই রোহিতকে ডাকেন তিনি) বিপক্ষ সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করে রাখে। আর এই কাজটা করতে পছন্দও করে ও। সেই তথ্য বিশ্লেষণ করে, বিপক্ষের যে দুর্বলতা ও পায়, সেগুলোকেই কাজে লাগায়।’’

শ্রীলঙ্কার প্রাক্তন এই ক্রিকেটারের কথায়, ‘‘রোহিত দলের সদস্যদের অনেক প্রশ্ন করে। মাঝে মাঝেই দেখা যায় অনেক বিষয় মন দিয়ে বিশ্লেষণ করছে। একেবারে তৈরি হয়েই মাঠে নামে ও।’’ যোগ করেছেন ‘‘রোহিতকে মাঠে দেখলে মনে হয় ও কিছুটা আবেগের বশে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু ব্যাপারটা তা নয়। ও আগে থেকেই ভেবে রাখে এ সব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahela Jayawardene Rohit Sharma Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE