Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পোগবাকে বিক্রি করবে না ম্যান ইউ

ম্যান ইউ ম্যানেজার সোলসার জানিয়েছেন, পোগবা অনুশীলনে ফিরেছেন।

পল পোগবাকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ওয়ে গুন্নার সোলসার।—ছবি রয়টার্স।

পল পোগবাকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ওয়ে গুন্নার সোলসার।—ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০৩:০৫
Share: Save:

জানুয়ারির দলবদলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পল পোগবাকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ওয়ে গুন্নার সোলসার। শোনা যাচ্ছিল, ফরাসি তারকাকে বিক্রি করে ‘রেড ডেভিলস’ কিনতে পারে রেড বুলসের স্ট্রাইকার এর্লিং হাল্যান্ডকে। গোড়ালির চোটের জন্য পোগবা এই মরসুমে ম্যান ইউয়ের জার্সিতে মাত্র ছ’টি ম্যাচ খেলতে পেরেছেন। তিনি ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেন ৩০ সেপ্টেম্বর।

ম্যান ইউ ম্যানেজার সোলসার জানিয়েছেন, পোগবা অনুশীলনে ফিরেছেন। এ’বছরের শেষেই ফরাসি মিডফিল্ডারকে আবার খেলতে দেখা যাবে। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ খেলবে ওয়াটফোর্ডের বিরুদ্ধে। এই ম্যাচে পোগবার খেলার সম্ভাবনা না থাকলেও সোলসার বলেছেন, ‘‘কোনও ভাবেই পলকে জানুয়ারিতে বিক্রি করে দেওয়া হবে না। আশা করি, এ’বছরই ও মাঠে ফিরবে। এখন দেখা যাক, এ’কদিনের অনুশীলনে ও নিজে কতটা স্বচ্ছন্দ বোধ করে। আমি কোনও ভাবেই পলকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। শুধু ও একশো শতাংশ সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করে আছি।’’

এখানেই থামেননি ম্যান ইউ ম্যানেজার। সোলসার আরও বলেছেন, ‘‘ক্লাবে এতদিন যে’কটা ম্যাচ খেলেছে তার সব কটিতেই পল রীতিমতো ভাল খেলেছে। ভাল করেই জানি যে, ও এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওকে শুধু আরও সুস্থ হওয়ার সময় দিতে হবে। এক বার মাঠে ফিরলেই ও অন্য দলের সঙ্গে আমাদের পার্থক্য গড়ে দেবে।’’ ১৯ বছর বয়সি হাল্যান্ডকে নেওয়ার সম্ভাবনা নিয়েও তিনি মুখ খুলেছেন। এই মরসুমে তিনি অস্ট্রিয়ার ক্লাবের হয়ে লিগে ২০ ম্যাচে ২৪ গোল করেছেন। সোলসারের প্রতিক্রিয়া, ‘‘অন্য ক্লাবের ফুটবলারের ব্যাপারে মন্তব্য করব না। ওকে নিয়ে এখনই জল্পনা তৈরি করার সময় আসেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Paul Pogba Manchester United
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE