Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মরিয়া মনোজের আদর্শ ধোনি

মনোজ যদিও সে সব নিয়ে ভাবতে চান না। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আদর্শ মেনে চলেন তিনি। মনোজ বলছিলেন, ‘‘আমি ধোনির একটি কথা খুব মেনে চলি। ও বলেছিল সবার কোনও না কোনও মতামত থাকে। আমিও সেটাই মনে করি। আমার ক্ষমতার মধ্যে যা আছে সেটা করে যাব। বাকিটা তো আমার হাতে নেই।’’

মনোজ তিওয়ারি।—ফাইল চিত্র।

মনোজ তিওয়ারি।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫৮
Share: Save:

রঞ্জি ট্রফি মরসুম শুরু হওয়ার আগে অধিনায়ক মনোজ তিওয়ারিকে দুই ম্যাচ সময় দেওয়া হয়েছিল নিজেকে প্রমাণ করার জন্য। ডাবল সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিল‌েন বঙ্গ অধিনায়ক। কিন্তু তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনা এখনও পিছু ছাড়েনি। টি-টোয়েন্টি প্রতিযোগিতা জিততে না পারলে আরও এক বার মনোজের নেতৃত্ব নিয়ে উঠতে পারে প্রশ্ন।

মনোজ যদিও সে সব নিয়ে ভাবতে চান না। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আদর্শ মেনে চলেন তিনি। মনোজ বলছিলেন, ‘‘আমি ধোনির একটি কথা খুব মেনে চলি। ও বলেছিল সবার কোনও না কোনও মতামত থাকে। আমিও সেটাই মনে করি। আমার ক্ষমতার মধ্যে যা আছে সেটা করে যাব। বাকিটা তো আমার হাতে নেই।’’ তিনি আরও বলেন, ‘‘নির্বাচকেরা আমাকে দায়িত্ব দিয়েছেন বাংলাকে নেতৃত্ব দেওয়ার। আমি মন দিয়ে কাজটি করে যেতে চাই। একশো শতাংশ দিয়ে দলকে জেতানোর চেষ্টা করব। বাকি সিএবি-র সিদ্ধান্ত।’’ ট্রফির খরা কাটাতে এ বার মরিয়া বাংলা শিবির। গত তিন বছরে জাতীয় স্তরের কোনও ট্রফি জিততে পারেনি মনোজ তিওয়ারির দল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেই ধারা ভাঙতে চান বঙ্গ অধিনায়ক। তাঁর সাফ বার্তা, ‘‘বাংলার ক্রিকেটপ্রেমীদের সামনে এ বার ট্রফি নিয়ে দাঁড়াতে হবে। সেই লক্ষ্য নিয়েই যাচ্ছি।’’

২১ ফেব্রুয়ারি বাংলার প্রথম ম্যাচ মিজোরামের বিরুদ্ধে। কিন্তু প্রথম ম্যাচে অনিশ্চিত শাহবাজ আহমেদ। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে ফিল্ডিং অনুশীলনে বেকায়দায় পড়ে কাঁধে চোট পান বাঁ হাতি অলরাউন্ডার। যদিও দলের সঙ্গেই মঙ্গলবার কটকে যাচ্ছেন তিনি। তাঁর পরিবর্ত হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে বাঁ হাতি স্পিনার রাজু হালদারকে। এ দিন নেটে দুরন্ত বোলিং করলেন পাঁচ ফুট উচ্চতার এই বাঁ হাতি স্পিনার। যা দেখে মুগ্ধ কোচ অরুণ লাল। বললেন, ‘‘ওর উচ্চতাই ওকে সাহায্য করে। বল বেশি বাউন্স করে না। টি-টোয়েন্টিতে ওর মতো বোলার খুব বড় ভূমিকা পালন করতে পারে।’’

অরুণ উচ্ছ্বসিত প্রদীপ্ত প্রামাণিকের পারফরম্যান্স নিয়েও। বাঁ হাতি স্পিনার হিসেবে যত না নজর কেড়েছেন, ব্যাটিংয়ে তাঁকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। বাংলার ব্যাটিং অর্ডারে ‘ফ্লোটার’ (যে কোনও জায়গায় নামানো হবে) হিসেবে ব্যবহার করা হবে প্রদীপ্তকে। অরুণের কথায়, ‘‘প্রদীপ্তকে পাওয়ার প্লে-তেও ব্যবহার করা যাবে। আবার ডেথ ওভারেও খেলানো যাবে। অসাধারণ প্রতিভা।’’ মনোজও কোচের সঙ্গে এক মত। তিনি বলেছেন, ‘‘প্রদীপ্তকে আগ্রাসী ব্যাটিং করার দায়িত্ব নিতে হবে। সেটা ও পারবে। সেই সঙ্গে ‘হার্ড হিটার’ হিসেবে ঋত্বিক রায়চৌধুরীর কথাও ভাবা হচ্ছে।’’

কিন্তু বোলিং বিভাগে শেষের দিকের ওভারগুলোয় বল করার দায়িত্ব কাকে দেবেন মনোজ? অধিনায়কের উত্তর, ‘‘ডিন্ডা আমাদের এক নম্বর ডেথ বোলার। এ ছাড়াও রয়েছে সায়ন ঘোষ। গত বার ওকে ডেথ ওভারে ব্যবহার করা হয়েছিল। এ বারও তা-ই হবে।’’ বাংলার টি-টোয়েন্টির মহড়ায় সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফিল্ডিংয়ে। টি-টোয়েন্টি প্রতিযোগিতা জিততে গেলে সহজ ক্যাচ পড়া চলবে না। হারানো যাবে না রান আউটের সুযোগ। অনুশীলনের প্রত্যেক দিনই প্রায় দেড় ঘণ্টা ফিল্ডিং করতে হয়েছে মনোজ, ডিন্ডাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE