Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আজ অলৌকিক প্রত্যাবর্তনের আশায় প্যারিস সাঁ জাঁর ভরসা ইব্রাহিমোভিচ

প্রথম পর্বে ১-৩ হার। চোটের সমস্যায় দল মিনি হাসপাতাল। দ্বিতীয় পর্বে যুদ্ধের প্রেক্ষাপট বার্সেলোনার ঘরের মাঠ কাম্প ন্যু। তবুও লরাঁ ব্লাঁ বলছেন, ‘‘আমরা এখনও সেমিফাইনালে যোগ্যতা অর্জন করার কথা ভাবছি।’’ এই আত্মবিশ্বাসী কোচের পিছনে রহস্য উদ্ঘাটন করতেও সমস্যা হয়না। কারণ মঙ্গলবার রাতে বার্সেলোনা বনাম প্যারিস সাঁ জাঁর কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফরাসি দলের ফরোয়ার্ড লাইনে থাকবেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে দুই শিবিরের দুই ভরসা বার্সেলোনার লিওনেল মেসি ও প্যারিস সাঁ জাঁর ইব্রাহিমোভিচ। ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে দুই শিবিরের দুই ভরসা বার্সেলোনার লিওনেল মেসি ও প্যারিস সাঁ জাঁর ইব্রাহিমোভিচ। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৫ ০৩:০৬
Share: Save:

প্রথম পর্বে ১-৩ হার। চোটের সমস্যায় দল মিনি হাসপাতাল। দ্বিতীয় পর্বে যুদ্ধের প্রেক্ষাপট বার্সেলোনার ঘরের মাঠ কাম্প ন্যু। তবুও লরাঁ ব্লাঁ বলছেন, ‘‘আমরা এখনও সেমিফাইনালে যোগ্যতা অর্জন করার কথা ভাবছি।’’ এই আত্মবিশ্বাসী কোচের পিছনে রহস্য উদ্ঘাটন করতেও সমস্যা হয়না। কারণ মঙ্গলবার রাতে বার্সেলোনা বনাম প্যারিস সাঁ জাঁর কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফরাসি দলের ফরোয়ার্ড লাইনে থাকবেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

কার্ড সমস্যায় প্রথম পর্বে খেলতে পারেননি সুইডিশ মহাতারকা। আর তাঁকে ছেড়ে সাঁ জাঁও আক্রমণে প্রায় প্রতিটা সুযোগ নষ্ট করে। খুব বেশি কষ্টও করতে হয়নি বার্সা ডিফেন্ডারদের। তবে দলের ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে থাকতে চলেছেন ইব্রা। যাঁর সঙ্গে বার্সার সম্পর্ক খুব একটা ভাল নয়। ২০০৯-১০ মরসুমে ইব্রাহিমোভিচ ছিলেন বার্সেলোনায়। কিন্তু বিতর্কের জেরে এক বছরের মধ্যেই ক্লাব ছাড়তে হয় মহাতারকাকে। যে অপমান আজও ভুলতে পারেননি সুইডিশ মহাতারকা। নিজের আত্মজীবনীতেও বার্সাকে একহাত নিয়েছিলেন ইব্রা। প্রাক্তন কোচ পেপ গুয়ার্দিওলা থেকে মহাতারকা লিওনেল মেসি সবাইকেই নিজের ট্রেডমার্ক ভঙিতে কটাক্ষ করেছিলেন ইব্রাহিমোভিচ।

এই মরসুমে গ্রুপ পর্বের মতো আবার প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবেন ইব্রা। তবে কোচ ব্লাঁ মনে করছেন, অলৌকিক প্রত্যাবর্তন করতে হলে রক্ষণ ভাল ভাবে করতে হবে। ‘‘কাম্প ন্যুতে দ্বিতীয় পর্বের ম্যাচ খুবই কঠিন হবে। কিন্তু আমরা যোগ্যতা অর্জনের কথা ভেবেই খেলব। যেটার জন্য আসল কাজ হবে ভাল করে রক্ষণ করা।’’ যদিও এখনও ম্যাচের আগে অনিশ্চিত দলের অন্যতম তারকা থিয়াগো সিলভা। ব্লাঁ বলছেন, ‘‘আশা করছি থিয়াগোকে পাব এই ম্যাচে। ও আমায় বলেছিল উরুতে পাওয়া চোটটা গুরুতর নয়।’’

এক দিকে যখন ইব্রা আত্মবিশ্বাস যোগাচ্ছে সাঁ জাঁ-কে, লুই এনরিকের বার্সেলোনা ফুরফুরে মেজাজেই। মেসি, নেইমারকে নিয়ে অনুশীলন করানোর সময়েও চনমনে মেজাজে ছিলেন লুই এনরিকে। ম্যাচে বার্সার হয়ে ফিরতে চলেছেন আন্দ্রে ইনিয়েস্তা। বার্সার আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছে পরিসংখ্যান। ফরাসি ক্লাবের বিরুদ্ধে শেষ ১২ ইউরোপিয় ম্যাচে মাত্র একবার হারের স্বাদ পেয়েছে মেসির দল। এনরিকে বলেন, ‘‘মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি আত্মতুষ্ট হয়ে পড়ছি না। আমি আগেই বলেছিলাম আমার দল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে।’’

বার্সা ভাল অবস্থায় থাকলেও দলের প্রাক্তন কিংবদন্তি কোচ গুয়ার্দিওলার কিন্তু হটসিট বাঁচানোর লড়াই। এফসি পোর্তোর বিরুদ্ধে প্রথম পর্বে ১-৩ হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখে বায়ার্ন মিউনিখ। তবে শনিবার হফেনহেইমের বিরুদ্ধে ২-০ জিতে ফের জয়ের মেজাজে বায়ার্ন। আর দ্বিতীয় পর্বের আগে গুয়ার্দিওলা বলছেন ঘরের মাঠের সুবিধা তুলতে তৈরি বায়ার্ন। ‘‘ফুটবলে কোনও কিছুই অসম্ভব নয়। আমি আত্মবিশ্বাসী আমার দল আক্রমণের সুযোগ তৈরি করবে আর পরিস্থিতি পাল্টাবে,’’ বলেন গুয়ার্দিওলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE