Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘কেয়ার্নসকে কোনও দিন ক্ষমা করতে পারব না’

দু’জনেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন নিউজিল্যান্ডের হয়ে। দেশের অধিনায়কত্বও করেছেন দু’জন। কিন্তু তা সত্ত্বেও ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ক্রিস কেয়ার্নসকে ক্ষমা করতে নারাজ ব্রেন্ডন ম্যাকালাম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০৩:৩৫
Share: Save:

দু’জনেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন নিউজিল্যান্ডের হয়ে। দেশের অধিনায়কত্বও করেছেন দু’জন। কিন্তু তা সত্ত্বেও ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ক্রিস কেয়ার্নসকে ক্ষমা করতে নারাজ ব্রেন্ডন ম্যাকালাম।

সঙ্গে ম্যাকালাম এটাও জানিয়ে দিতে ভোলেননি নীতির কাছে দায়বদ্ধ থাকায় কেয়ার্নসের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বিন্দুমাত্র সমস্যা হয়নি তাঁর। কারণ না হলে তাঁর ক্রিকেট কেরিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারত। এ দিন রেডিও নিউজিল্যান্ডকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে ম্যাকালাম বলেন, ‘‘আমি প্রতিশোধ মনে পুষে রাখি না। ভেবেছিলাম আমার সতীর্থ জেলে কাটাবে তাঁর কাজকর্মের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় আমি খুশি। তা বলে ওই সতীর্থের আচরণ ক্ষমা করতে পারব না। ওই ব্যক্তি আমাকে জনতার গানপয়েন্টের সামনে দাঁড় করিয়েছিল।’’

কে এই ব্যক্তি? তা জানতে চাইলে তাঁর প্রাক্তন সতীর্থ ক্রিস কেয়ার্নসের নাম উল্লেখ করেছেন ম্যাকালাম। একই সঙ্গে জানিয়ে দিতে ভোলেননি আগামী দিনে তাঁর সঙ্গে দেখাও করতে চান না তিনি। প্রাক্তন কিউয়ি অধিনায়ক বলেন, “সেই সময়ে কেয়ার্নস আমাদের হিরো ছিল। ও আমাদের সঙ্গে প্রতারণা করেছিল। ওকে কোনও দিন ক্ষমা করতে পারব না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

McCullum Cairns match fixing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE