Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অ্যান্ডারসনের সঙ্গেই লড়াই কোহালিদের, মত ম্যাকগ্রার

চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে এখন ডিরেক্টর অব কোচিং ম্যাকগ্রা। ভারতের উঠতি বোলারদের নিয়ে কাজ কতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত বনাম ইংল্যান্ডের আসন্ন লড়াই নিয়ে নানা মন্তব্য করেন তিনি। আর শুরুতেই বলে দেন, ‘‘যদি অ্যান্ডারসনকে ভাল ভাবে খেলে দিতে পারে ভারতীয় ব্যাটসম্যানেরা, তা হলে সিরিজে ওরা অনেক সুবিধেজনক জায়গায় চলে আসবে। আমার মনে হয়, এটাই সিরিজের ভাগ্য নির্ধারণে সব চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’’

যুযুধান: সেরা আকর্ষণ অ্যান্ডারসন বনাম কোহালির লড়াই। ফাইল চিত্র

যুযুধান: সেরা আকর্ষণ অ্যান্ডারসন বনাম কোহালির লড়াই। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০৫:০১
Share: Save:

ইংল্যান্ড সফরে ভাল কিছু করতে গেলে জেমস অ্যান্ডারসনের সুইং বোলিং রহস্য উদ্ধার করতে হবে বিরাট কোহালিদের। এমনটাই মনে করছেন কিংবদন্তি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা। আসন্ন টেস্ট সিরিজে মূল লড়াইটা যে অ্যান্ডারসন বনাম ভারতীয় ব্যাটিং হতে যাচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই প্রাক্তন অস্ট্রেলীয় পেসারের। ম্যাকগ্রা বলছেন, ‘‘ভারতের বিরুদ্ধে এই সিরিজে অ্যান্ডারসনই পার্থক্য গড়ে দেওয়ার মতো ক্রিকেটার। কী ভাবে ভারতীয় ব্যাটসম্যানেরা ওর সুইং আর সিম বোলিং খেলে তার উপর অনেক কিছু নির্ভর করবে।’’ তাঁর আরও মনে হচ্ছে, ইংল্যান্ডের পরিবেশে অ্যান্ডারসনকে খেলা সহজ হবে না কোহালিদের।

চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে এখন ডিরেক্টর অব কোচিং ম্যাকগ্রা। ভারতের উঠতি বোলারদের নিয়ে কাজ কতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত বনাম ইংল্যান্ডের আসন্ন লড়াই নিয়ে নানা মন্তব্য করেন তিনি। আর শুরুতেই বলে দেন, ‘‘যদি অ্যান্ডারসনকে ভাল ভাবে খেলে দিতে পারে ভারতীয় ব্যাটসম্যানেরা, তা হলে সিরিজে ওরা অনেক সুবিধেজনক জায়গায় চলে আসবে। আমার মনে হয়, এটাই সিরিজের ভাগ্য নির্ধারণে সব চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’’

হালফিলে ভারতীয় বোলাররা ভাল করলেও ম্যাকগ্রা মনে করেন, এখনও ভারতের শক্তি ব্যাটিং। তাই ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজেও ভাল কিছু করতে গেলে ব্যাটিং ভাল হওয়া দরকার। ‘‘ভারত কিন্তু সফরটা শুরু করেছে ভালই,’’ বলছেন ম্যাকগ্রা, ‘‘তবে সেটা ছিল টি-টোয়েন্টি আর ওয়ান ডে সিরিজ। এ বার শুরু হচ্ছে টেস্ট সিরিজ। দু’টো আলাদা খেলা।’’ তিনি শুনেছেন, ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত বুমরা চোটের জন্য খেলতে পারবেন না। তা নিয়ে প্রতিক্রিয়া, ‘‘দেখতে হবে কাদের খেলায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কে প্রধান বোলারের কাজটা করে। কে বেশি পরিশ্রমের কাজটা করছে। সাম্প্রতিককালে ভারতীয় বোলাররা খুবই ভাল বল করছে। চোট-আঘাত হতে পারে তবে যখন হয়, দলের জন্য সেটা ধাক্কা হিসেবেই আসে।’’ বলেই ম্যাকগ্রা দ্রুত মনে করিয়ে দিতে চান, ‘‘তবে ভারতের শক্তি কিন্তু ওদের ব্যাটিং।’’ ভুবি এবং বুমরার না থাকাটা কি ভারতীয় বোলিংকে দুর্বল করে দিচ্ছে? ম্যাকগ্রার জবাব, ‘‘হ্যাঁ, অবশ্যই দুর্বল করে দিচ্ছে। তবে ভারত দুই স্পিনার খেলিয়ে সেই ধাক্কাকে সামলাতে চায় কি না, সেটাই দেখার।’’ পেস বোলিং বিভাগ নিয়ে তাঁর পর্যবেক্ষণ, ‘‘ভারতের হাতে তিন পেসার আছে। ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামি। কিন্তু ভুবনেশ্বর আর বুমরা না থাকায় ব্যাক-আপ পেসার নেই। প্রথম টেস্টটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ, তাই এটা দেখতে হবে যে, ভারতের বোলিং লাইন-আপটা কী দাঁড়ায়।’’ ভারতীয় স্পিনাররা ভাল ফর্মে থাকলেও পেসারদের উপরেই বোলিং বিভাগের সাফল্য বেশিটা নির্ভর করবে বলে মনে করছেন ম্যাকগ্রা। তিনি বলছেন, ‘‘স্পিনাররা ভারতের হয়ে ভাল করেছে। ইংল্যান্ডে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকাও নিতে পারে। শেন ওয়ার্ন ইংল্যান্ডে বল করতে ভালবাসত। ওখানে বল সিম করলেও ওয়ার্ন কিন্তু সাফল্য পেয়েছে। ভারতকে যদি সিরিজ জিততে হয় তা হলে ওদের বোলারদের, স্পিনারদের ছন্দে থাকতে হবে।’’

প্রাক্তন অস্ট্রেলীয় পেসারের মনে হচ্ছে, ইশান্ত শর্মার অভিজ্ঞতা অনেক তফাত গড়ে দিতে পারে। ‘‘ইশান্তের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। কী ভাবে উইকেট নিতে হয় ও জানে আর অনেক ক্ষেত্রে সেটাই তফাত গড়ে দিতে পারে। শুরুর সময়ের সেই পেস ইশান্তের নেই। উমেশের পেস আছে। ওকে কিন্তু পুরো সিরিজে লাগবে কোহালিদের।’’ পেসার না স্পিনার, কারা হবেন এ বারের তুরুপের তাস? ম্যাকগ্রার জবাব, ‘‘দলে স্পিনার থাকলে নিশ্চয়ই বৈচিত্র বাড়ে। তবে ইংল্যান্ডের পরিবেশে ডিউক বলে পেসার এবং মিডিয়াম পেসার ম্যাচের ভাগ্য গড়ে দিয়ে যেতে পারে।’’ কোহালিকে নিয়ে প্রশ্ন করলে ম্যাকগ্রা বলেন, ‘‘ব্যাটিংয়ের প্রায় সব কিছুই করে ফেলেছে বিরাট। শুধু ইংল্যান্ডেই রান করা বাকি। নিঃসন্দেহে ও খুব বড় ব্যাটসম্যান, দারুণ শট খেলতে পারে। খুবই আক্রমণাত্মক ক্রিকেটার। এ বার ওকে দেখাতে হবে যে, ইংল্যান্ডেও রান করতে পারে।’’

অস্ট্রেলিয়ায় চারটি টেস্টে চারটি শতরান করে ক্রিকেট বিশ্বের প্রশংসা জিতে নিয়েছিলেন কোহালি। কিন্তু ম্যাকগ্রা মনে করছেন, তাঁর দেশের সঙ্গে ইংল্যান্ডের পরিবেশের পার্থক্য রয়েছে। ‘‘ইংল্যান্ডের পরিবেশের জন্য বল সুইং করে অনেক বেশি। সেই কারণে ওখানে রান করাটা অন্য রকম চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ায় গতি আর বাউন্স আছে কিন্তু ইংল্যান্ডে বল নড়াচড়া করে বেশি। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলে বিরাট ইংল্যান্ডে রান করে দিতেই পারে। বিরাট ভাল খেললে যে কোনও সেরা ক্রিকেটারের মতোই দেখায় ওকে।’’ এক জন প্রশ্ন করেন, অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার ইমরান খানের মতো তাঁর দেশের প্রধানমন্ত্রী হতে পারেন? ম্যাকগ্রার উত্তর, ‘‘অ্যাডাম গিলক্রিস্ট। কূটনীতির দিক থেকে ও দারুণ!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE