Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Football

ভবিষ্যতের ভাইচুং, সুব্রতদের নিয়ে স্বপ্ন দেখার শুরু

ওই নীল জার্সিটা পরার জন্যই তো কত লড়াই, কত আত্মত্যাগ। কেউ মণিপুর, তো কেউ পঞ্জাব, কেউ আবার বাংলা, তো কেউ কেরল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ১৬:০৩
Share: Save:

একরাশ স্বপ্ন নিয়ে শুক্রবার ফুটবল পায়ে নেমে পড়বে ভারতের ১১ জন। ওই নীল জার্সিটা পরার জন্যই তো কত লড়াই, কত আত্মত্যাগ। কেউ মণিপুর, তো কেউ পঞ্জাব, কেউ আবার বাংলা, তো কেউ কেরল। এই টিম যেন এক টুকরো ভারত। তবে, অনেক রাজ্যের ফুটবলার না থাকাটা কিছুটা কাঁটার মতো হয়েছে। যদিও দেশের মাটিতে ফিফা বিশ্বকাপ হয়তো ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা শুরু। হয়তো ভবিষ্যতের সানি, সুরেশ, জ্যাকসনরা আরও এগিয়ে আসবে ফুটবলের টানে।

লং বল আর উইং ধরে দৌড়, ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলের এটাই সব থেকে বড় শক্তি। ছারখার করে দিতে পারে প্রতিপক্ষের রক্ষণকে। সঙ্গে কোচ মাতোসের কড়া নজর। বায়ার্ন মিউনিখ ইউথ কাপ থেকে ২০১৪ সালে উঠে আসা অনিকেত যাদবই হোক বা সিকিমের গ্রাম থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে ভারতীয় দলের প্লে-মেকার হয়ে ওঠা কোমল থাটালই হোক— গোটা দেশ এই মুহূর্তে তাকিয়ে এই কিশোরদের খেলার দিকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIFA U-17 World Cup Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE