Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Barcelona

ফের সর্বোচ্চ গোলদাতা হয়েও মেসি যন্ত্রণাবিদ্ধই

গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্বফুটবলে আলোচনার কেন্দ্রে বার্সার ব্যর্থতা ও অন্দরমহলের অস্বস্তিকর পরিবেশ।

ত্রয়ী: শেষ হল এ বারের লা লিগা অভিযান। আলাভেসকে চূর্ণ করে মেসি, সুয়াারেস ও আনসু ফাতি। টুইটার

ত্রয়ী: শেষ হল এ বারের লা লিগা অভিযান। আলাভেসকে চূর্ণ করে মেসি, সুয়াারেস ও আনসু ফাতি। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০৬:২৪
Share: Save:

আলাভেসকে ৫-০ চূর্ণ করে লা লিগার শেষ ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার। রবিবার রাতে জোড়া গোল করে সাত বার পিচিচি ট্রফি (লা লিগায় সর্বোচ্চ গোলদাতার সম্মান) জিতে তেলমো জ়ারাকে টপকে গিয়েছেন লিয়োনেল মেসি। ভেঙেছেন প্রাক্তন সতীর্থ জাভি হার্নান্দেসের এক মরসুমে সর্বাধিক সহায়তার নজিরও।

গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্বফুটবলে আলোচনার কেন্দ্রে বার্সার ব্যর্থতা ও অন্দরমহলের অস্বস্তিকর পরিবেশ। স্পেনের সংবাদমাধ্যম দাবি করেছিল, ওসাসুনার বিরুদ্ধে ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে হারের পরেই আত্মসমালোচনায় বসেছিলেন বার্সার ফুটবলারেরা। রবিবার আলাভেসকে হারানোর পরে মেসি তা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা আত্মসমালোচনা করেছি একান্তে। যা বলার ওখানেই বলেছি। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’’ তিনি যোগ করেছেন, ‘‘পারফরম্যান্স ও ফলাফলের ভিত্তিতে এই মরসুমটা একেবারেই ভাল হয়নি আমাদের। তবে এ দিন আমরা দায়বদ্ধতা ও যে মানসিকতা নিয়ে সামনের দিকে একধাপ এগোতে পেরেছি, তা খুবই ইতিবাচক।’’ বার্সা অধিনায়ক আরও বলেছেন, ‘‘আমার মনে হয় না, এর পরে কেউ ইচ্ছে করলেই আমাদের হারাতে পারবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘এই লড়াইটা একেবারেই সহজ ছিল না। কারণ, প্রচণ্ড গরমে খেলতে আমাদের সমস্যা হচ্ছিল।’’

লা লিগা হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা এখনও শেষ হয়ে যায়নি মেসিদের। অগস্টে নাপোলির বিরুদ্ধে শেষ ষোলোর দ্বিতীয় পর্বের ম্যাচ রয়েছে। মেসি বলছেন, ‘‘আমরা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি। তাই কী হয়েছে ভুলে যেতে হবে। আমাদের ধারাবাহিক হতে হবে। নাপোলির বিরুদ্ধে ম্যাচের আগে যে সময়টা পাব, সেটা কাজে লাগাতে হবে। আমাদের আরও ক্ষুধার্ত হয়ে উঠতে হবে।’’

ব্যক্তিগত পুরস্কারের চেয়েও তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ যে দলের সাফল্য, আরও একবার স্পষ্ট করে দিলেন মেসি। বলেছেন, ‘‘ব্যক্তিগত ট্রফি মূল্যহীন। সাত বার সর্বোচ্চ গোলদাতা হওয়া গুরুত্বপূর্ণ ঠিকই। কিন্তু এর সঙ্গে লা লিগা জিততে পারলে ভাল লাগত।’’

বার্সা শিবিরে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লেও আলাভেসের বিরুদ্ধে জয় কিছুটা হলেও স্বস্তি দিয়েছে কিকে সেতিয়েনকে। বার্সা ম্যানেজার বলেছেন, ‘‘এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE