Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports news

মেসি গ্রেট, তবে মারাদোনার সমগোত্রীয় নয়: রিভাল্ডো

১৯৮৬ সালে মারাদোনার নেতৃত্বে বিশ্বকাপ জেতার পর আর মহার্ঘ ট্রফিটি জয়ের স্বাদ পাননি আর্জেন্তাইন জনতা। তাই রাশিয়াতে বিশ্বকাপ না জিততে পারলে দেশবাসীর কাছে কিংবদন্তি স্বীকৃতি পাবেন না মেসি।

নিজের প্রজন্মের সেরাদের সঙ্গে মেসি, রোনাল্ডোর তুলনা টানতে নারাজ ব্রাজিলের প্রাক্তন তারকা তারকা।

নিজের প্রজন্মের সেরাদের সঙ্গে মেসি, রোনাল্ডোর তুলনা টানতে নারাজ ব্রাজিলের প্রাক্তন তারকা তারকা।

সংবাদসংস্থা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ১৭:৪১
Share: Save:

তিনি নিজে মেসির বিরাট ভক্ত, তবে মনে করেন এখনও মারাদোনা হয়ে উঠতে পারেননি মেসি। এক সাক্ষাৎকারেব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা বলেন, বার্সেলোনার হয়ে অনেক সাফল্য এনেছেন আর্জেন্তাইন তারকা। তবে বিশ্বকাপ না জেতা পর্যন্ত দেশবাসীর কাছে মারাদোনার সমগোত্রীয় হয়ে উঠতে পারবেন না মেসি। রিভাল্ডোর মতে, ক্লাবের হয়ে মেসির সাফল্যের কোনও গুরুত্বই নেই তাঁর দেশের সমর্থকদের কাছে। তাঁদের কাছে বিশ্বকাপ জয়টাই আসল।

১৯৮৬ সালে মারাদোনার নেতৃত্বে বিশ্বকাপ জেতার পর আর মহার্ঘ ট্রফিটি জয়ের স্বাদ পাননি আর্জেন্তাইন জনতা। তাই রাশিয়াতে বিশ্বকাপ না জিততে পারলে দেশবাসীর কাছে কিংবদন্তি স্বীকৃতি পাবেন না মেসি।

বিশ্বকাপ জেতার জন্য এটাই মেসির কাছে শেষ সুযোগ বলে মনে করেন রিভাল্ডো। মেসি ও আর্জেন্তিনার বর্তমান ফর্ম দেখে তিনি আশাবাদী মেসির নেতৃত্ব অ্যালবি সেলেস্তের ফাইনালে যাওয়ার ক্ষমতা আছে।

আরও পড়ুন: এ বছর বিশ্বকাপ জেতার দাবিদার যে দেশগুলি

আরও পড়ুন: বাবার সামনে গোল দিয়ে মাতাল ছোট রোনাল্ডো

তবে নিজের প্রজন্মের সেরাদের সঙ্গে মেসি, রোনাল্ডোর তুলনা টানতে নারাজ ব্রাজিলের প্রাক্তন তারকা তারকা। তাঁর মতে, দুই ভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে তুলনা টানাটা বেশ কঠিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE