Advertisement
২০ এপ্রিল ২০২৪
Rohit Sharma

রোহিতকে টপকে রেকর্ড মিতালির

রবিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ-জেতানো ইনিংসের পর ৮৪ ম্যাচে মিতালির রান দাঁড়াল ২২৩২। এখন রোহিতের চেয়ে ২৭ রানে এগিয়ে রয়েছেন তিনি।

রবিবার রোহিতকে টপকে গেলেন মিতালি।

রবিবার রোহিতকে টপকে গেলেন মিতালি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৩:১২
Share: Save:

রোহিত শর্মাকে টপকে গেলেন মিতালি রাজ। রবিবার রাতে টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে আনলেন তিনি।

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর এই ফরম্যাটে ৮৭ ম্যাচে রোহিতের রান দাঁড়াল ২২০৭। আর রবিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ-জেতানো ইনিংসের পর ৮৪ ম্যাচে মিতালির রান দাঁড়াল ২২৩২। এখন রোহিতের চেয়ে ২৭ রানে এগিয়ে রয়েছেন তিনি।

কুড়ি ওভারের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে মোট রানের বিচারে মিতালি, রোহিতের পর রয়েছেন বিরাট কোহালি। ৭২ ইনিংসে তিনি করেছেন ২১০২ রান। মিতালি আগেই টপকে গিয়েছিলেন কোহালিকে। পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ বলে ৫৬ রানের ইনিংসে তিনি পেরিয়ে গেলেন রোহিতকে। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রোহিত রান করেননি। ফেরেন ৪ করে।৬৯ করলে তিনি টপকে যেতেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে। হতেন পুরুষদের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক। কিন্তু, তা হল না। রোহিত ৬৪ রানে পিছিয়ে থাকলেন গাপটিলের চেয়ে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় প্রথম টি-টোয়েন্টি, আচমকাই অনিশ্চিত রোহিত​

আরও পড়ুন: ঠগস অফ...কে খোঁচা মেরে প্রবল ট্রোলিংয়ের মুখে কলকাতা পুলিশ​

মহিলাদের টি-টোয়েন্টিতে মিতালি এখন রানের তালিকায় রয়েছেন পাঁচে। তাঁর আগে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস (২৯১৩ রান), ওয়েস্ট ইন্ডিজের সারা টেলর (২৬৯১ রান), ইংল্যান্ডের শার্লটে এডওয়ার্ডস (২৬০৫ রান), অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং (২২৪১ রান)। যে ছন্দে রয়েছেন, তাতে বিশ্বকাপেই ল্যানিংকে টপকে যাওয়া উচিত মিতালির।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE