Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ইংল্যান্ডকে হুঙ্কার দিয়ে রাখলেন মিতালি

ছ’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ছিটকে দেওয়ার পর এ বার মিতালিদের নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে ভারতের। দেশের ক্রিকেট মহল আশায় বুক বাঁধা শুরু করেছে রবিবারের ফাইনাল নিয়ে। লর্ডসে মিতালি, ঝুলনদের হাতে বিশ্বকাপ, এই ছবিও আগাম দেখতে শুরু করেছে অনেকে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ০৩:৫৩
Share: Save:

সেমিফাইনালের আগে বলেছিলেন, ‘‘অস্ট্রেলিয়াকে হারানো যায়’’। হারিয়েছেন। বিশ্বকাপ ফাইনালে ওঠার পর ভারতের অধিনায়ক মিতালি রাজ এখন বলছেন, ‘‘ইংল্যান্ডের পক্ষে ম্যাচটা সোজা হবে না।’’ লর্ডসে ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে চোয়াল শক্ত ক্যাপ্টেনের।

ছ’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ছিটকে দেওয়ার পর এ বার মিতালিদের নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে ভারতের। দেশের ক্রিকেট মহল আশায় বুক বাঁধা শুরু করেছে রবিবারের ফাইনাল নিয়ে। লর্ডসে মিতালি, ঝুলনদের হাতে বিশ্বকাপ, এই ছবিও আগাম দেখতে শুরু করেছে অনেকে। কিন্তু সে দিন যাঁরা মাঠে নামবেন, তাঁরা কী ভাবছেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যার উত্তরে মিতালি বললেন, ‘‘ইংল্যান্ডের পক্ষে ম্যাচটা অত সোজা হবে না। তবে ওই দিন আমরা কী রকম পারফর্ম করব, তার উপর নির্ভর করছে সব কিছু। আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা দুটোই নিখুঁত হওয়া চাই।’’

উৎসব: ডার্বিতে গত বারের চ্যাম্পিয়ন এবং মেয়েদের ক্রিকেটের সব চেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে চূর্ণ করে
ফাইনালে উঠলেন ভারতের মেয়েরা। তার পরেই গোটা দল একজোট হয়ে বিজয়োৎসবের ফটো সেশন। ছবি: পিটিআই।

ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড রবিবার নামবে ঘরের মাঠে। যা নিয়ে ভারত অধিনায়কের বক্তব্য, ‘‘ওরা আমাদের কাছে হারার পর ক্রমশ উন্নতি করেছে। ফাইনালের আগে ওরা দারুণ খেলেছে। সবচেয়ে বড় কথা ঘরের মাঠে খেলবে ওরা। এটা একটা বড় চ্যালেঞ্জ। ওরা নিশ্চয়ই চ্যালেঞ্জটা নিতে তৈরি।’’

নিজেদের দল নিয়ে মিতালি বলেন, ‘‘ফাইনালে ওঠাটা খুবই উত্তেজক ব্যাপার। মেয়েরা যখন দরকার হয়েছে তখনই লড়েছে।’’

আরও পড়ুন:

বিশ্বজয়ের প্রেরণাও পেয়ে গিয়েছেন ঝুলন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE