Advertisement
১৮ এপ্রিল ২০২৪

হার বাঁচাল মহমেডান

রঘু নন্দীর দলের খেলা ছিল কলকাতার প্রিমিয়ার লিগের দল রেনবোর সঙ্গে।

রঘু নন্দীর দলের খেলা ছিল কলকাতার প্রিমিয়ার লিগের দল রেনবোর সঙ্গে।  —ফাইল চিত্র।

রঘু নন্দীর দলের খেলা ছিল কলকাতার প্রিমিয়ার লিগের দল রেনবোর সঙ্গে। —ফাইল চিত্র।

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৫:০৮
Share: Save:

আই লিগের দ্বিতীয় ডিভিশনে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পেলেন না ফিলিপ আজারা। বৃহস্পতিবার বারাসত স্টেডিয়ামে কোনওক্রমে হার বাঁচাল মহমেডান। অতিরিক্ত সময়ের গোলে। তাও আবার পেনাল্টিতে।

রঘু নন্দীর দলের খেলা ছিল কলকাতার প্রিমিয়ার লিগের দল রেনবোর সঙ্গে। শুরুতেই সৌরভ দাসের গোলে ১-০ এগিয়ে যায় রেনবো। নির্ধারিত সময়ে খেলা শেষ হওয়ার পর পাঁচ মিনিট অতিরিক্ত সময় খেলার নির্দেশ দেন রেফারি। তখন রেনবোর বক্সে তাদের স্টপার ইমানুয়েল হাত দিয়ে একটি বল থামান। পেনাল্টি থেকে গোল করেন ফিলিপ আজা। মহমেডান কোচ রঘু ম্যাচের পর বললেন, ‘‘আমরা খুব খারাপ খেলেছি। কপাল ভাল এক পয়েন্ট পেলাম।’’ যা পরিস্থিতি, তাতে কলকাতার দুটি দলেরই পরের রাউন্ডে যাওয়ার সম্ভবনা কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohammedan SC Football I-League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE