Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Football

মোহনবাগানের আই লিগ জয় পিছোলেন কাটসুমি

বিরতির ঠিক আগে পাপা দিওয়ারা গোল করে এগিয়ে দেন বাগান-শিবিরকে। ৬৭ মিনিটে কাটসুমি সমতা ফেরান। ডান দিক থেকে জ্যাকসনের পাসে স্তম্ভিত হয়ে যায় বাগান শিবির।

পাপার গোল করার সেই মুহূর্ত। ছবি—ভিডিয়ো থেকে।

পাপার গোল করার সেই মুহূর্ত। ছবি—ভিডিয়ো থেকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ১৯:১৬
Share: Save:

মোহনবাগান চেন্নাই

(পাপা) (কাটসুমি)

কাটসুমির গোলে থেমে গেল মোহনবাগানের জয়রথ। আই লিগে দুর্দান্ত গতিতে এগোচ্ছিল মোহনবাগান। আই লিগের গন্ধে ম ম করছে বাগানে। বৃহস্পতিবার মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া বিলম্বিত করাই লক্ষ্য ছিল চেন্নাই শিবিরের। সেই লক্ষ্যে সফল আকবর নওয়াজের দল।

এ দিন মোহনবাগান ও চেন্নাইয়ের ম্যাচ ১-১ গোলে শেষ হল। ১৫ ম্যাচে সবুজ-মেরুনের সংগ্রহ ৩৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মিনার্ভা ১৫ ম্যাচে পয়েছে ২৩ পয়েন্ট। এই ব্যবধান মেটানো সম্ভব নয় কোনও দলের পক্ষেই। ফলে আই লিগ বাগানে আসা এখন কেবল সময়ের অপেক্ষা।

বিরতির ঠিক আগে পাপা দিওয়ারা গোল করে এগিয়ে দেন বাগান-শিবিরকে। ৬৭ মিনিটে কাটসুমি সমতা ফেরান। ডান দিক থেকে জ্যাকসনের পাসে স্তম্ভিত হয়ে যায় বাগান শিবির।

আরও পড়ুন: ‘বার বার কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসছে, এমন বাংলা দল আগে দেখিনি’

কাটসুমি গোল করে যান। একাধিক গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল চেন্নাই ও মোহনবাগান। প্রথমার্ধে শঙ্কর রায় বাঁচান মোহনবাগানকে। পুরনো দলের বিরুদ্ধে নজর কাড়লেন কাটসুমি। প্রথমার্ধে চেন্নাইয়ের আক্রমণকে নেতৃত্ব দিলেন। গোল করলেন। সেই গোলের পরে অবশ্য উৎসব করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan I league Chennai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE