Advertisement
২৫ এপ্রিল ২০২৪

১২৫ বছরের বাগান-কীর্তি

১৯১১ সালে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন। ফাইনালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারান খালি পায়ে খেলা সবুজ-মেরুন ফুটবলাররা। ১৯৫৯-’৬৫ সাত বছরে পাঁচ বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন। এ ছাড়াও ষাটের দশকে ক্লাবের স্বর্ণযুগে সবুজ-মেরুন পাঁচ বার আইএফএ শিল্ড (’৬০, ’৬১, ’৬২, ’৬৭, ’৬৯) এবং ছয় বার কলকাতা লিগ (’৬০, ’৬২, ’৬৩, ’৬৪, ’৬৫, ’৬৯) চ্যাম্পিয়ন হয়।

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০৪:২০
Share: Save:

• ১৯১১ সালে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন। ফাইনালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারান খালি পায়ে খেলা সবুজ-মেরুন ফুটবলাররা।
• ১৯৫৯-’৬৫ সাত বছরে পাঁচ বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন। এ ছাড়াও ষাটের দশকে ক্লাবের স্বর্ণযুগে সবুজ-মেরুন পাঁচ বার আইএফএ শিল্ড (’৬০, ’৬১, ’৬২, ’৬৭, ’৬৯) এবং ছয় বার কলকাতা লিগ (’৬০, ’৬২, ’৬৩, ’৬৪, ’৬৫, ’৬৯) চ্যাম্পিয়ন হয়।
• সত্তরের দশকের দ্বিতীয়ার্ধে টানা চার বার (’৭৬-’৭৯) আইএফএ শিল্ড জয়। তিন বার ডুরান্ড (৭৭, ৭৯, ৮০), তিন বার কলকাতা লিগ (৭৬, ৭৮, ৭৯), দু’বার রোভার্স (৭৬, ৭৭) চ্যাম্পিয়ন।
• ১৯৭৭-এ ফুটবলসম্রাট পেলের কসমসের বিরুদ্ধে ইডেনে ২-২ ড্র করে গোটা ফুটবলবিশ্বের নজরে পড়া।

সে বছরই ভারতের প্রথম ক্লাব হিসাবে একক ভাবে ত্রিমুকুট জয় (আইএফএ শিল্ড, ডুরান্ড, রোভার্স)।

• ১৯৯৮— কলকাতার প্রথম ক্লাব হিসাবে জাতীয় লিগ চ্যাম্পিয়ন।

• ২০০৮— ক্লাবের ইতিহাসে ১৩ নম্বর ফেড কাপ জয়। টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক।

• ৩১ মে, ২০১৫— কলকাতার প্রথম ক্লাব হিসাবে আই লিগ জয়।

শহরে আজ বাগান-উৎসব

• দুপুর ১.০৫— ট্রফি হাতে দমদম বিমানবন্দরে পা সনি নর্ডিদের।

• বিমানবন্দর থেকে হুড খোলা বাসে উল্টোডাঙ্গার মোড়।

• সেখান থেকে দু’টো বাসে সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে আসবেন ভারতজয়ীরা।

• ক্লাবে পতাকা উত্তলন সচিব অঞ্জন মিত্রের হাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan history record football kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE