Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Virat Kohli

বিশ্বকাপে চার নম্বরে কোহালি? শাস্ত্রীকে সমর্থন প্রসাদের

২০১১ সাল থেকে বিরাট কোহালি তিন নম্বর স্লটকেই নিজের বানিয়ে ফেলেছেন। ৩২ শতরানও করে ফেলেছেন প্রথম উইকেট পড়ার পর নেমে। তিনে তাঁর গড় ৬২.৯৮। তবে চার নম্বরেও কোহালির পারফরম্যান্স খারাপ নয়।

বিশ্বকাপে কোথায় নামবেন কোহালি, তিনে না চারে? ছবি: এএফপি।

বিশ্বকাপে কোথায় নামবেন কোহালি, তিনে না চারে? ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৯
Share: Save:

আসন্ন বিশ্বকাপে কি চার নম্বরে নামতে দেখা যাবে বিরাট কোহালিকে? জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী তেমনই ইঙ্গিত দিয়েছেন। যা নিয়ে ক্রিকেটমহলে শুরু হয়েছে চর্চা। অনেকেই তিন নম্বর স্লট থেকে ভারত অধিনায়ককে সরানোর বিরুদ্ধে। কিন্তু, জাতীয় নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান এমএসকে প্রসাদ সমর্থন জানাচ্ছেন এই ভাবনাকে।

প্রসাদের মতে, “চার নম্বরে কোহালি নামতেই পারে। এটা অসাধারণ একটা ভাবনা। রবি শাস্ত্রী ঠিক এটাই জানিয়েছে। তবে তিন নম্বরে অসাধারণ খেলে চলছে বিরাট। ও বিশ্বের সেরা ব্যাটসম্যানও। তবে বিরাটকে যদি চার নম্বরে দলের প্রয়োজন হয়, তবে ও সেখানেই নামবে। তবে আগে দেখতে হবে দলের চাহিদা ঠিক কী। দলের ভারসাম্যের কথাও মাথায় রাখতে হবে। এগুলো থেকেই নির্ধারিত হবে বিরাটের ব্যাটিংয়ের জায়গা।”

১১ বছরের কেরিয়ারে একদিনের ক্রিকেটে বিরাট এখনও পর্যন্ত ৫৯.৫০ গড়ে করেছেন ১০৫৩৩ রান। যার মধ্যে রয়েছে ৩৯ সেঞ্চুরি। তিন নম্বরে নিজের জায়গা পাকাপাকি করার আগে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল কোহালির ব্যাটিং স্লট নিয়ে। ২০১১ সাল থেকে অবশ্য তিন নম্বর স্লটকেই নিজের বানিয়ে ফেলেছেন। ৩২ শতরানও করে ফেলেছেন প্রথম উইকেট পড়ার পর নেমে। তিনে তাঁর গড় ৬২.৯৮।

বিরাট কোহালিকে নিয়ে কুইজ

আরও পড়ুন: জঙ্গি হানায় নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ধওয়নের

আরও পড়ুন: তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ের এ বার সেরা একাদশ কেমন হতে পারে​

তবে চার নম্বরেও কোহালির পারফরম্যান্স খারাপ নয়। ২৩ ইনিংসে ৫৮.১৩ গড়ে করেছেন ১৭৪৪ রান। আছে সাত সেঞ্চুরিও। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে শেষবার চার নম্বরে নেমেছিলেন কোহালি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ভারত অধিনায়ক কোথায় নামেন, সেদিকেই এখন নজর ক্রিকেটমহলের। কারণ, তা থেকেই বিশ্বকাপে কোহালির ব্যাটিং আর্ডারের একটা হদিশ মিলতে পারে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE