Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অশ্বিনের শেখানো বলই অস্ত্র মুজিবের

ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেকের তিন দিন আগে মুজিব বলেন, ‘‘অশ্বিনের সঙ্গে নেটে অনেক সময় কাটিয়েছি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০৪:২৯
Share: Save:

আইপিএলে আর অশ্বিনের নেতৃত্বে খেলে তাঁর কাছ থেকে বিশেষ একটি ‘ডেলিভারি’ শিখে নিয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। এ বার ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেই অস্ত্রের সাহায্যেই বিপক্ষকে সমস্যায় ফেলার পরিকল্পনায় রয়েছেন ১৭ বছর বয়সি স্পিনার। গত বছর অগস্টে আফগানিস্তানের ঘরোয়া লিগে অভিষেক হয়েছে মুজিবের। যদিও প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই তাঁর। কিন্তু এখনই দেশের ভরসা হয়ে উঠেছেন তিনি।

ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেকের তিন দিন আগে মুজিব বলেন, ‘‘অশ্বিনের সঙ্গে নেটে অনেক সময় কাটিয়েছি। তাঁর থেকেই শিখেছি কী ভাবে অফস্পিনের অ্যাকশনে ক্যারম বল করতে হয়। কোন জায়গায় সেই বলটি ফেলতে হয় সেটাও শিখে নিয়েছি। এ বার সেটা প্রয়োগ করার পালা।’’ আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের বোলিং বিভাগের ভরসা ছিলেন তিনিই। দু’দিকেই স্পিন করাতে পারেন, গুগলিও অত্যন্ত ভয়ঙ্কর। যা বুঝতে না পেরে আইপিএলে বোল্ড হয়েছিলেন বিরাট কোহালি। মুজিব মনে করেন, প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকলেও টেস্ট খেলতে সমস্যা হবে না। মুজিব বলেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা যখন আমার রয়েছে, তখন ঘরোয়া ক্রিকেট খেলার কী প্রয়োজন।’’ তিনি আরও বলেন, ‘‘শক্তিশালী প্রতিপক্ষ দেখলে আগে ঘাবড়ে যেতাম। এখন আর সেটাও হয় না।’’

অন্য দিকে ভারতীয় অধিনায়ক অজিঙ্ক রাহানে জানিয়েছেন আফগানিস্তানের অভিষেক টেস্টে প্রতিপক্ষ হওয়া তাদের কাছে অত্যন্ত সম্মানের। রাহানে বলেছেন, ‘‘আফগানিস্তানের ক্ষেত্রে মুহূর্তটি যেমন ঐতিহাসিক। আমাদের ক্ষেত্রেও অত্যন্ত সম্মানের। ওরা সীমিত ওভারে নিজেদের প্রমাণ করেছে। অভিষেক টেস্টের জন্যও ওদের শুভেচ্ছা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mujeeb Ur Rahman Afghanistan R Ashwin Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE